Civic Volunteers: কাঁধে তুলে দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে প্রাণ বাঁচালেন সিভিক ভলেন্টিয়ার, কুর্নিশ জানালো কলকাতা পুলিশ

Madhab Das

Published on:

Advertisements

কলকাতা : সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteers) নিয়ে এখন আলোচনার শেষ নেই রাজ্যে। কখনো তাদের বেতন বৃদ্ধি, কখনো আবার তাদের অ্যাড হক বোনাস বৃদ্ধি, কখনো আবার অবসরকালীন ভাতা বৃদ্ধি, এসবের মধ্যেই আবার রয়েছে আরজি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ারের জড়িয়ে পড়া ইত্যাদি। তবে এসবের মধ্যেই এক সিভিক ভলেন্টিয়ার এমন এক কাজ করলেন যাকে কুর্নিশ জানালো কলকাতা পুলিশ (Kolkata Police)।

Advertisements

রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যখন অভিযোগের শেষ নেই সেই সময় এক সিভিক ভলেন্টিয়ার দুর্ঘটনাগ্রস্থ এক বাইক আরোহীকে কাঁধে তুলে নিয়ে যান হাসপাতাল। ওই সিভিক ভলেন্টিয়ারের তড়িঘড়ি এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রাণ বেঁচে যায় দুর্ঘটনাগ্রস্থ ওই বাইক আরোহীর। স্বাভাবিকভাবেই একজনের প্রাণ বাঁচিয়ে রাতারাতি হিরো হয়ে উঠেছেন ওই সিভিক ভলেন্টিয়ার।

Advertisements

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিছনের গেটের কাছে ডিউটি করছিলেন সিভিক ভলেন্টিয়ার আলি নওয়াজ। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বেআইনি পার্কিং বন্ধ করার ডিউটি পালন করছিলেন তিনি। ঠিক সেই সময় তিনি একজন বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। আর তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেই তড়িঘড়ি নিজের বুদ্ধি খাটিয়ে কাঁধে তুলে হাসপাতালে পৌঁছান।

Advertisements

আরও পড়ুন : Civic Volunteers Retirement Benefits: সিভিক ভলেন্টিয়ারদের ৫ লক্ষ টাকা করে দেবে রাজ্য, বিজ্ঞপ্তি জারি নবান্নের

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিভিক ভলেন্টিয়ার আলি নওয়াজ শুক্রবার রাতে যখন ডিউটি করছিলেন, সেই সময় দুই বাইক আরোহী কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় রাত্রি সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটলে ওই দুজন বাইক আরোহী ছিটকে পড়েন। দুজনের মধ্যে যিনি বাইক চালাচ্ছিলেন তার মাথায় গুরুতর চোট লাগে এবং রক্তক্ষরণ হতে শুরু করে।

দুর্ঘটনা দেখতে পেয়েই তড়িঘড়ি ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ার আলি নওয়াজ ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নেন ওই ব্যক্তিকে হাসপাতালে পৌঁছানোর। সেই সময় তিনি অ্যাম্বুলেন্সের অপেক্ষা করা অনেক দেরি হয়ে যাবে বলে মনে করেন এবং ঘটনার সময় অন্য কোন যানবাহন দেখতে না পেয়ে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে কাঁধে তুলে পৌঁছান ৫০০ মিটার দূরে থাকা কলকাতা মেডিকেল কলেজের দিকে। ওই সিভিক ভলেন্টিয়ারের এমন দায়িত্ববোধ দেখে অনেকেই তাকে কুর্নিশ জানাতে শুরু করেন, পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকেও সোশ্যাল মিডিয়ায় পুরো বিষয়টি পোস্ট করে জানানোর পাশাপাশি কুর্নিশ জানানো হয়েছে।

Advertisements