Howrah-NJP Special Train: গরমে আরও সহজে যাওয়া যাবে উত্তরবঙ্গ, নতুন স্পেশাল ট্রেন দিল রেল, রইল টাইমটেবিল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গে গত ১০ দিনের কাছাকাছি সময় ধরে ব্যাপকভাবে বেড়েছে তাপমাত্রার পারদ। সর্বোচ্চ তাপমাত্রার পারদ এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। মূলত রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে গরমের ছুটি (Summer Vacation) এগিয়ে আনা হয়েছে।

Advertisements

গরমের ছুটি এগিয়ে আসার ফলে অনেকের মধ্যেই আবার ঘুরতে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে। আর এই গরমে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বাঙালিদের প্রিয় তিনটি জায়গার মধ্যে পড়ে রয়েছে একটি জায়গা, তা হলো দার্জিলিং। কিন্তু ট্রেনের টিকিটের চাহিদা এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে দার্জিলিং ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও তা পূরণ করা সম্ভব হচ্ছে না।

Advertisements

এই পরিস্থিতিতে এবার রেলের তরফ থেকে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া একজোড়া স্পেশাল ট্রেনের (Howrah-NJP Special Train) ঘোষণা করা হলো। এই স্পেশাল ট্রেন দুটির হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি আগামী ২৬ জুন পর্যন্ত পরিষেবা দেবে এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া স্পেশাল ট্রেনটি ২৭ জুন পর্যন্ত পরিষেবা দেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ওই দুটি স্পেশাল ট্রেনের টাইম টেবিল।

Advertisements

আরও পড়ুন ? UTS App Ticket Booking: UTS অ্যাপের টিকিট বুকিংয়ের নিয়মে বদল, এবার টিকিট বুকিংয়ে মিলবে দুর্দান্ত সুবিধা

০৩০২৭ স্পেশাল ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার রাত ১১:৫৫ মিনিটে হাওড়া রেল স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি বৃহস্পতিবার সকাল ১০:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছাবে। অন্যদিকে ০৩০২৮ স্পেশাল ট্রেনটি প্রতি বৃহস্পতিবার দুপুর ১২:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে এবং সেটি হাওড়া স্টেশন এসে পৌছাবে শুক্রবার রাত ১২:১০ মিনিটে।

এই ট্রেন দুটি যাতায়াতের পথে হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশনের মাঝে মোট ৯টি স্টেশনে স্টপেজ দেবে। যে সকল স্টেশনগুলি হল ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বারসোই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড। স্পেশাল ট্রেন হওয়ার কারণে অন্যান্য ট্রেনের তুলনায় এর ভাড়া সামান্য বেশি হবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।

Advertisements