নিজস্ব প্রতিবেদন : দেবীপক্ষের আগমনের সঙ্গে সঙ্গে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। বাংলায় দেবী দুর্গার আরাধনার পাশাপাশি দেশজুড়ে নবরাত্রি সহ নানান ধরনের উৎসব, অনুষ্ঠান রয়েছে। তবে এই উৎসব অনুষ্ঠানের মধ্যে যখন প্রতিটি মানুষ চুটিয়ে আনন্দ করার জন্য মুখিয়ে রয়েছেন সেই সময় খুব একটা ভালো খবর দিচ্ছে না হাওয়া অফিস (Weather Office)। কেননা আবহাওয়াবিদদের থেকে জানা গিয়েছে, পুজোর মুখেই সাগরে একটি ঘূর্ণিঝড় (Cyclone) ফুঁসতে শুরু করেছে।
উৎসবের মরশুমে এমন ঘূর্ণিঝড় সাগরে ফুঁসতে শুরু করার খবর স্বাভাবিকভাবেই উৎসবপ্রেমী মানুষদের মনে আতঙ্ক সৃষ্টি করছে। সবার মধ্যেই এখন শুরু হয়েছে চিন্তা, কি হবে? কি হবে? ঠিক কি হবে তা সম্পর্কে এখনো পর্যন্ত মৌসম ভবন (IMD) নিশ্চিতভাবে কিছু জানায় নি। তারা পুরো পরিস্থিতির দিকে নজর রাখছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। হাওয়া অফিসের আগামী আপডেটের দিকে নজর রাখার কথাও জানানো হয়েছে।
সাগরে ঘূর্ণিঝড় তৈরির জন্য যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তা রীতিমত চিন্তা বাড়ালেও বাংলার বাসিন্দাদের কাছে এটাই সুখবর যে, ঘূর্ণিঝড় তৈরীর অনুকূল পরিবেশ আপাতত বঙ্গোপসাগরে নয়, অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আরব সাগরে। আরব সাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ ফুঁসতে শুরু করেছে এবং তার আগামী দিনে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কায় বেশি। এক্ষেত্রে যদি তা ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে তেজ।
সাগরে যে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা দিচ্ছে তা বঙ্গোপসাগরে না হওয়ার কারণে পশ্চিমবঙ্গের উপর কোন প্রভাব ফেলবে না দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর চারদিন পশ্চিমবঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া থাকার আশঙ্কায় সবচেয়ে বেশি বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গনেশ দাস। পুজোর চার দিনের মধ্যে মহাষ্টমী পর্যন্ত কোন চিন্তা না থাকলেও আবার মহানবমী এবং বিজয়া দশমীর দিন উপকূলবর্তী জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তা যদি সত্যিই বাস্তবের রূপ নেই তাহলে উড়িষ্যায় এর প্রভাব লক্ষ্য করা যাবে বলে জানা যাচ্ছে। যে কারণে পুজোর সময় যারা পুরি অথবা উড়িষ্যার অন্যান্য জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন তাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। কেননা ওই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশায়। তবে স্বস্তি এখানে যে দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কোন অশনি সংকেত নেই।