করোনা আক্রান্ত বীরভূমের এক চিকিৎসক, বন্ধ করা হলো প্রাইভেট চেম্বার

Madhab Das

Updated on:

হিমাদ্রি মণ্ডল : উত্তরোত্তর রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। সংখ্যা বৃদ্ধির নিরিখে পিছিয়ে নেই বীরভূম জেলাও। বীরভূমে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৫৬। এমত অবস্থায় জানা যায় রবিবার বীরভূমের এক চিকিৎসক করোনা আক্রান্ত হন। যে চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন তিনি বীরভূমের মহঃবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এবং তিনি সিউড়ির নিবেদিতা পল্লীতে ভাড়া থাকতেন।

সিউড়ির নিবেদিতা পল্লীতে ভাড়া থাকার পাশাপাশি তিনি সিউড়ি ২ নম্বর ব্লকের হাটজানবাজার এলাকায় একটি ওষুধের দোকানে রোগী দেখতেন। এছাড়াও মহঃবাজার ব্লকের বিভিন্ন জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করতেন তিনি বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে সিউড়ির হাটজানবাজার এবং মহঃবাজারের যেসকল এলাকায় তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন সেই দোকানগুলি এবং তার পার্শ্ববর্তী দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই সকল দোকানের মালিক এবং দোকানের কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে ওই চিকিৎসক যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে নিজেদের টেস্ট করানোর জন্য যাচ্ছেন। পাশাপাশি তাদেরও প্রশাসনের তরফ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বাড়ির মালিক সকালবেলায় টেলিফোনে আমাদের জানানো, সকাল থেকেই ওই চিকিৎসকের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বর্তমানে কোথায় রয়েছেন তাও তাদের জানা নেই। এমনকি ওই চিকিৎসকের মোবাইল নম্বর বর্তমানে সুইচ অফ। তবে দুপুর নাগাদ ডিএসপি ডিএনটি অভিষেক মন্ডল জানান, ডাক্তারবাবুকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কোভিড হাসপাতালে।