নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন শাক সবজির দাম ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে ডিসেম্বরের শুরু থেকে দাম নিম্নমুখী। তবে শাক সবজির দাম হঠাৎ নিম্নমুখী হওয়ায় ক্ষতির সম্মুখীন কৃষকরা। হঠাৎ করে শাক সবজির দাম কম হওয়ায় যেমনটা তাদের আশা ছিল তা আর হচ্ছে না। আর এমত অবস্থায় একরের পর একর জমিতে ফুলকপি চাষ করে তার দাম ১ টাকা কেজি শুনেই এক কৃষকের চক্ষু চড়কগাছ। তারপর তাকে দেখা গেল রেগে নিজের জমির সমস্ত ফুলকপি তছনছ করে দিতে।
ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর এলাকায়। সেখানকার এক কৃষক দাবি করেছেন তিনি আট একর জমিতে ফুলকপি চাষ করেছিলেন। আর সেই ফুল কপির দাম পড়তে পড়তে বর্তমানে এমন জায়গায় এসে পৌঁছেছে দাম দাঁড়িয়েছে মাত্র এক টাকা। এই দামে বিক্রী করে তার আর্থিক ক্ষতি হচ্ছে। আর এই ভেবে তিনি রেগে নিজের মাথা ঠিক রাখতে পারেননি।
ওই কৃষক ফুলকপির দাম শুনে মাথা ঠিক না রাখতে পেরে সিদ্ধান্ত নেন মাঠের ফসল মাঠেই তছনছ করে দেবেন। তারপর একটি ট্রাক্টর নিয়ে ঢুকে পড়েন সাধের বাগানে। উপড়ে ফেলেন সমস্ত ফসল। আর সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে অপর প্রান্তের কোন এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। যার পরেই কৃষক আন্দোলনের মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।
দাম না পাওয়ায় মাঠের মধ্যে ফুলকপি ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দেওয়াই নয়, এর পাশাপাশি তিনি যে গ্রামের পাশে এই ক্ষেত বানিয়েছিলেন সেই গ্রামের মানুষদের যতখুশি ফুলকপি নিজেদের বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেন। আর পাশাপাশি তিনি ক্ষোভের সুরে বলতে থাকেন, ‘১০৯০ টাকা সরকারি ভাতা পেয়েছেন তিনি। আপাতত তিনি জমি পরিষ্কার করে গম লাগাতে চান।’
কিন্তু এর পরেই সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন ঘোরাফেরা করছে। যেটি হল বাজারে, বিশেষ করে শহরাঞ্চলে এখনও ফুলকপির দাম রয়েছে যথেষ্ট। কোন কোন জায়গায় ২০ টাকা পিস, কোন কোন জায়গায় একআধটু কম বেশি বিক্রি হচ্ছে। তাহলে ওই চাষী এত কম মূল্য পাচ্ছেন কি করে! বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর কারণ হলো মধ্যস্বত্বভোগী। এই সকল চাষীদের মাঝে মধ্যস্বত্বভোগীরা ঢুকে থাকায় চাষী ফসলের মূল্য পাচ্ছেন না অথচ সাধারণ মানুষকে বেশি মূল্যে কিনতে হচ্ছে।
₹1/- किलो गोभी
बिहार के समस्तीपुर में किसान ने गोभी की फ़सल को ट्रैक्टर से रौंद डाला क्योंकि ₹1 प्रति किलो भाव मिल रहा था. #farmersrprotest
— Milind Khandekar (@milindkhandekar) December 14, 2020
প্রসঙ্গত, কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষি আইন সম্পর্কিত যে তিনটি আইন পাস করা হয়েছে সেই তিনটি আইনের বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছে দেশ। লক্ষ লক্ষ কৃষক আন্দোলনে নেমেছে এই আইন বাতিল করার দাবিতে। এই আইন বাতিল করার দাবির মূলে রয়েছে বেশ কয়েকটি জটিলতা।