এক পা না থাকা অবস্থাতেও ক্র্যাচে ভর দিয়ে চাষ করছেন চাষী

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এক পা নেই, চলাফেরার জন্য ভরসা ক্র্যাচ। তবে তা সত্ত্বেও তিনি পরনির্ভরশীল হয়ে পড়েন নি। মনের জোরে, অদম্য চেষ্টায় এক পা না থাকা অবস্থাতেই ক্র্যাচে ভর করে মাঠে চাষ করছেন। রীতিমতো জল-কাদায় নেমে কোদাল দিয়ে মাটি কাটছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে এমনই এক আত্মনির্ভরশীল দেখা পাওয়া গেল।

Advertisements

ইচ্ছে থাকলেই উপায় হয় এই প্রবাদ বাক্যকে বাস্তবায়িত করেছেন এই চাষী। শারীরিক দিক দিয়ে তিনি অন্যান্যদের তুলনায় অনেকটা পিছিয়ে থাকলেও মনের জোরে তিনি সেই পিছিয়ে থাকাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। যে কারনেই তিনি আর পাঁচটা মানুষের মতোই জীবনের অন্যতম ধর্ম কর্মকে সঙ্গী করে কোদাল হাতে মাঠে নেমেছেন। আর এমন অনন্য চাষির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন আইএফএস অফিসার মধুমিতা।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া ৩৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই চাষী এক হাতে ক্র্যাচ এবং অন্য হাতে কোদাল নিয়ে জমিতে জল ধরে রাখার জন্য মাঠের মাটি কেটে আলে দিয়ে সমান্তরাল করছেন। এক জায়গায় মাটি কেটে আলে দেওয়ার পর আবার কিছুটা এগিয়ে যাচ্ছেন, আবার মাটি কাটছেন। আর মাটি কাটার সময় যে পায়ের বেশিরভাগ অংশ নেই সেই পা টিকে ক্র্যাচের মধ্যে রেখে ভারসাম্য বজায় রাখছেন।

Advertisements

যদিও যে আইএফএস অফিসার ওই ভিডিওটি আপলোড করেছেন তিনি ওই চাষির পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি। এমনকি ভিডিওটি কবে কোথায় তোলা তার সম্পর্কেও তিনি বিশেষ কিছু তথ্য দিতে পারেননি। শুধু ভিডিওটি আপলোড করার পাশাপাশি তিনি লিখেছেন, ‘কোনও শব্দই এই ভিডিওটিকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয়।’

Advertisements