নিজস্ব প্রতিবেদন : ছেলে মেয়ে সমান, বারংবার এই কথা বলা হলেও এখনো পর্যন্ত বাড়িতে কন্যাসন্তানের জন্ম হওয়া মানেই কেমন যেন হাবভাব করতে লক্ষ্য করা যায় অনেককেই। তবে এই সকল লোকেরা ছাড়া বেশ কিছু মানুষ রয়েছেন যারা মেয়ে হওয়ার আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।
মেয়ে হওয়ার আনন্দে আত্মহারা হয়ে ওঠা মানুষদের বাড়িতে মেয়ের আগমনকে নিয়ে নানান অনুষ্ঠান করতে দেখা যায়। কখনও লক্ষ্য করা যায় লক্ষ্মী রূপে সদ্যোজাত কন্যা সন্তানকে বরণ করতে, আবার কখনো অন্য কিছু। তবে এবার এক বাবা তার সদ্যোজাত কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে আসার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছে তা নজর কেড়েছে দেশের বাসিন্দাদের।
মেয়ে হওয়ায় ওই বাবা মেয়েকে বাড়ি নিয়ে আসার জন্য একেবারে হেলিকপ্টারের বন্দোবস্ত করে ফেলে। এমন নজির বিহীন ঘটনাটি ঘটেছে পুনেতে। আনন্দে আত্মহারা হয়ে ওঠা ওই বাবা তার সদ্যোজাত কন্যা সন্তান এবং স্ত্রীকে নিয়ে আসার জন্য একটি প্রাইভেট হেলিকপ্টারের ব্যবস্থা করেন। বিশাল জারেকার নামে ওই ব্যক্তি বোশারি থেকে তাঁর গ্রামের বাড়ি পুনের শেলগাঁও পর্যন্ত পরিবারের নতুন সদস্যকে হেলিকপ্টারে চাপিয়ে নিয়ে আসেন।
হেলিকপ্টারে তাদের নিয়ে আসার জন্য এলাকার একটি মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়। হেলিকপ্টারে চাপিয়ে তাদের নিয়ে আসার জন্য ২৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগে ২০ মিনিট। আর এইভাবে সদ্যোজাত কন্যা সন্তানকে হেলিকপ্টারে চাপিয়ে বাড়ি নিয়ে আসা দেখার জন্য অস্থায়ী হেলিপ্যাডের পাশে গ্রামের বাসিন্দাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল ওই কন্যা সন্তান। এরপর ওই একরত্তি মামার বাড়ি যায় থাকার জন্য। তারপরেই সম্প্রতি তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য এলাহী বন্দোবস্ত করা। এই বিষয়ে ওই সদ্যোজাত কন্যা সন্তানের বাবা জানিয়েছেন, ‘অনেকে এখনও কন্যা সন্তানকে অভিশাপ বলে মনে করেন। আমি তাঁদেরকে বোঝাতে চাই মেয়েরা মূল্যবান। সেকারণেই তাকে এভাবে রাজকীয়ভাবে স্বাগত জানালাম।’