Fish Market: ইলিশ থেকে পাবদা মিলবে, ৪ কোটি টাকায় বীরভূমে তৈরি হচ্ছে বিশ্বমানের মাছ বাজার

Shyamali Das

Published on:

Advertisements

বীরভূম : মাছ কে না খান! মাছ খেতে কোন বাঙালি না ভালোবাসে না! তবে মাছ খেতে ভালোবাসলেও মাছ বাজারে যেতে অনেকের গা ঘিনঘিন করে। কেননা রাজ্যের যে কোন জায়গাতেই যে সকল মাছ বাজার রয়েছে সেগুলি অত্যন্ত ঘিঞ্জি এলাকায় এবং দুর্গন্ধে ভরা। তবে এবার এই সকল পরিস্থিতি থেকে রক্ষা দিতে বিশ্বমানের অত্যাধুনিক মাছ বাজার (Fish Market) তৈরি করা হচ্ছে বীরভূমে। যে মাছ বাজার তৈরির জন্য খরচ হবে অন্ততপক্ষে ৪ কোটি টাকা।

Advertisements

প্রশাসনের তরফ থেকে যে মাছ বাজার তৈরি করা হয়েছে তার জন্য খরচ হবে ৩ কোটি ৯১ লক্ষ টাকা। যে মাছ বাজারটি তৈরি করা হবে সেটি কেবল মাছ বাজার নয়, পাশাপাশি সেখানে থাকবে কোল্ড স্টোরেজ থেকে শুরু করে পার্কিং সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা। এমন মাছ বাজার রাজ্যে খুব কম জায়গাতেই তৈরি হবে বলে জানা যাচ্ছে। এখানে যে কোল্ড স্টোরেজ তৈরি হবে সেটি ৬০০ স্কোয়ার ফুট জায়গার মধ্যে তৈরি করা হবে।

Advertisements

এখন প্রশ্ন জাগতে পারে কোথায় এমন অত্যাধুনিক বিশ্বমানের মাছ বাজার তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? এমন মাছ বাজারটি তৈরি হতে চলেছে বীরভূমের রামপুরহাট পৌরসভায়। এই মাছ বাজারের উদ্বোধন হবে আগামী রবিবার। মাছ বাজার উদ্বোধন করবেন রাজ্যের ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় বলেই জানিয়েছেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত।

Advertisements

আরও পড়ুন : WBCS to IAS: WBCS থেকে IAS পদমর্যাদায় ১০ অফিসারকে উত্তীর্ণ করল রাজ্য, তালিকায় রয়েছেন যারা

যে মাছ বাজারটির উদ্বোধন হতে চলেছে সেই মাছ বাজারটি হবে রামপুরহাট পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের ধুলোডাঙ্গা রোডের ধারে। যেখানে এই মাছ বাজার তৈরি করা হচ্ছে সেই এলাকার জন্য জমি দিয়েছে পৌরসভা। তবে বাকি সমস্ত উদ্যোগ এবং পরিকল্পনা ও খরচ বহন করা হচ্ছে রাজ্য মৎস্য দপ্তরের তরফ থেকে।

বর্তমানে রামপুরহাট শহরে যে মাছ বাজারটি রয়েছে সেটি হাটতলা এলাকায়। এখানে মাছ বাজারের পাশাপাশি একই সঙ্গে পুজোর সামগ্রী থেকে শুরু করে জামা কাপড় সবকিছু বিক্রি হয়। প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি ভিন রাজ্য থেকেও সামুদ্রিক মাছ সহ বিভিন্ন ধরনের মাছ এখানে এসে থাকে। নতুন যে মাছ বাজারটি তৈরি হতে চলেছে সেখানে এক ছাদের তলায় থাকবে ৩০ টি স্টল, এছাড়াও থাকবে ক্যান্টিন রুম, পার্কিং, ওয়েটিং রুম, কোল্ড স্টোরেজ সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা।

Advertisements