বাংলাএক্সপি ডেস্কঃ একটি মাছের দাম ৭ লাখ টাকা। অনেকেই হয়তো এমনটা বিশ্বাস নাও হওয়া করতে পারেন, তবে সত্যি সত্যিই একটি মাছ বিক্রি করে ৭ লাখ টাকা উপার্জন করেছেন ৮ জেলে। স্বাভাবিকভাবেই ওই এক মাছের দৌলতে ভাগ্য ফিরেছে ৮ জনের। মৎস্যজীবীরা যখনই মাছ ধরতে জাল ফেলেন তখনই এইরকম লটারির অপেক্ষায় থাকেন।
৭ লাখ টাকা দামের এমন মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে শুক্রবার ভোর বেলায়। তবে যাদের জালে এমন মাছটি ধরা পড়েছে তারা জানতেই না যে একটি মাছের এমন দাম হতে পারে। কেননা যে মাছটি ধরা পড়েছে তার নাম কালা পোপা (Kala Popa Fish)। আর এই মাছ সম্পর্কে তাদের কোনরকম অভিজ্ঞতাই ছিল না। তবে ওই মাছটির বাজারে আনতেই তাদের অভিজ্ঞতা বাড়ে এবং কপাল খুলে যায়।
বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতি চলার কারণে মৎস্যজীবীরা সমুদ্রে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। এরই মধ্যে শুক্রবার কক্সবাজারের মহেশখালীতে সাগরে জাল ফেলতেই ওই মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। তারা ওই মাসের দাম সম্পর্কে কিছু না জেনেই মাছটি বিক্রি করার জন্য বাজারে আনেন। বাজারে এনে দেখা যায় মাছটির ওজন হয়েছে ৩০ কেজি ২০০ গ্রাম।
আরও পড়ুন : Katla Fish: একটি কাতলা মাছের দাম উঠল ১৫ হাজার টাকা, তুলতে হল ছেলে কোলে নেওয়ার মত
ভোর বেলায় মসজিদে জালে ওই মাছটি ধরা পড়ার পর সকাল ১০টা নাগাদ মাছটি বাজারে আনা হয়। এত বড় সাইজের কালা পোপা মাছটির খবর ছড়িয়ে পড়তেই বাজারে রীতিমত শোরগোল পড়ে যায়। যারা এই ধরনের মাছ কেনেন সেই সকল ব্যবসায়ীরা মাছটি কেনার জন্য দাম হাঁকাতে শুরু করেন। কোন সকল ব্যবসায়ীদের তরফ থেকে চার লাখ টাকা পর্যন্ত দিতে রাজি হয় মাছটির জন্য। তবে যে ট্রলারে ওই মাছটি ধরা পড়ে ওই ট্রলারের মালিক দাম চান ৭ লাখ টাকা।
কালা পোপা মাছের এত দাম হওয়ার কারণ হলো এর ঔষধি গুন। তেলিয়া ভোলা মাছে যেমন ঔষধি গুন রয়েছে এবং সেই মাছ বিদেশে রপ্তানি করা হয়, ঠিক সেই রকমই কালা পোপা মাছও একই ধরনের। এই মাছের বায়ুথলি অর্থাৎ যাকে আমরা পটকা বলে থাকি তা দিয়ে সার্জিক্যাল সুতো তৈরি করা হয়। এছাড়াও এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে বিদেশে। স্বাভাবিকভাবেই সামুদ্রিক এই সকল মাছের দাম সবসময় বেশি হয়ে থাকে।