Viral Video: ২৫ লাখ টাকা ট্যাক্স, শুনেই জেতা কোটি টাকার লটারি ফিরিয়ে টিকিটের দাম ফেরত নিলেন যুবতী

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ লটারিতে কোটি টাকা জেতা এখন জলভাত হয়ে গিয়েছে। অন্ততপক্ষে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে যেভাবে পুরস্কার হিসেবে কোটি টাকা জেতার খবর আসছে তাতে এমনটা বললে ভুল কিছু হবে না। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখে হেসে গড়াগড়ি দিচ্ছেন নেট নাগরিকরা।

Advertisements

আসলে ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবতী ১০০ টাকা দিয়ে লটারির টিকিট কেটেছিলাম। সেই টিকিটে এক কোটি টাকা পুরস্কার আসে। কিন্তু তিনি যখন ওই টিকিট থেকে টাকা ছাড়াতে যান তখন তাকে বলা হয় ২৫ লাখ টাকা ট্যাক্স লাগবে। ২৫ লাখ টাকা ট্যাক্স লাগার কথা শুনেই ওই যুবতী রীতিমতো খঁচে যান আর দোকানদারকে টিকিট ফেরত দিয়ে নিজের টিকিটের দাম ১০০ টাকা ফিরিয়ে না।

Advertisements

ভিডিওতে দেখা যাচ্ছে, টিকিট ফেরত দিয়ে ১০০ টাকা ফিরিয়ে আনার পর ওই যুবতী রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরে আসেন। তার স্বামী তাকে এইভাবে রাগান্বিত অবস্থায় জিজ্ঞেস করেন কেন তিনি রেগে রয়েছেন? তখন ওই যুবতী জানান, তিনি ১০০ টাকার লটারির টিকিট কেটেছিলেন এবং তাকে কোটি টাকা লেগেছিল। এমন কথা শুনে তার স্বামী তো আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তবে আনন্দে আত্মহারা হয়ে উঠলেও পরের ঘটনা শুনেই তিনি মাথায় হাত দেন।

Advertisements

আরও পড়ুন : Dear Lottery: লেবার থেকে কোটিপতি, বীরভূমের সাইদুলের ভাগ্য ফেরালো ৩০ টাকার লটারি

কেননা ওই যুবতীর স্বামী এর পরেই জিজ্ঞেস করেন, এমন খুশির খবরে তিনি কেন এত রেগে রয়েছেন? তখনই ওই যুবতী ২৫ লাখ টাকার ট্যাক্স আর সেই কারণে টিকিট ফেরত দিয়ে টিকিটের দাম ফিরিয়ে নেওয়ার কথা জানান। এই কথা শুনেই ওই যুবতীর স্বামী তার স্ত্রীর অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে বাক্যহারা হয়ে পড়েন। আর পরিস্থিতি এমন দাঁড়ায় যে তিনি রীতিমতো অবাক হয়ে জল পান করতে শুরু করেন।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি BanglaXp। তবে ভিডিওটি দেখে স্পষ্ট ওই ভিডিওটি আসলে একটি ফানি ভিডিও। ভিডিওটি মজা করেই করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে সে যাই হোক, ওই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে চরম হাসাহাসিও শুরু হয়েছে।

Advertisements