নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন সমুদ্র অথবা নদ নদীতে বড় বড় মাছ মৎস্যজীবীদের জালে উঠতে দেখা যাচ্ছে। সেই সকল মাছ কখনো লক্ষ লক্ষ টাকায় আবার কখনো হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে এইসব ঘটনার মধ্যেই মুর্শিদাবাদের এমন এক ঘটনা ঘটলো যা নিয়ে চিন্তা বাড়ছে মৎস্যজীবীদের।
মঙ্গলবার মুর্শিদাবাদের ফারাক্কার গঙ্গায় অন্যান্য দিনের মতোই মাছ ধরতে যান রঞ্জিত মন্ডল, কমল মন্ডল সহ বেশ কয়েকজন। গঙ্গাবক্ষে জাল ফেলার পর হঠাৎ দেখা যায় তাদের জালে বিশাল এক প্রাণী। তারপর তিন-চারটি জাল এনে বেশ কয়েকজন মৎস্যজীবীর চেষ্টাই সেই প্রাণী উপরে তোলা সম্ভব হয়।
বিশাল বড় ওই প্রাণীটিকে জালে করে তোলার পর মৎস্যজীবীদের মধ্যে সংশয় রয়েছে সেটি কুমির না ঘেরিয়াল তা নিয়ে। কুমির বা ঘেরিয়াল জয় হোক না কেন এলাকার মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বেনিয়া গ্রামের ঘাটে যারা মাছ ধরেন তাদের তরফ থেকে জানানো হয়েছে, কুমির বা ঘেরিয়াল যাই হোক না কেন যাতে করে মানুষ টেনে নিয়ে গিয়ে এড়া তো মানুষ মেরে দেবে।
মৎস্যজীবীদের মধ্যে এই প্রাণীটি কুমির না ঘেরিয়াল তার সম্পর্কে সংশয় থাকলেও বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে এটি ঘেরিয়াল। ঘটনার পর যাতে ওই ঘেরিয়ালটির কোনরকম ক্ষতি না হয় তার জন্য বনদপ্তরের কর্মীরা সেখানে যান। মৎস্যজীবীদের তরফ থেকে জানানো হয়েছে, একে গঙ্গা থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তরিত করার জন্য। বনদপ্তর মৎস্যজীবীদের আবেদন অনুযায়ী অন্যত্র সরানোর ব্যবস্থা করে।
দিন কয়েক আগেই এই এলাকার গঙ্গাতে একটি কুমির দেখা যায় আর এরপর আবার মঙ্গলবার দেখা গেল ঘেরিয়াল। পরপর এইভাবে কুমির ঘেরিয়াল দেখতে পাওয়ার ফলের এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক বাড়ছে আর ভিড় বাড়ছে এই সকল প্রাণীদের দেখার জন্য।