দিঘায় বিশালাকৃতির কই ভোলা, এক মাছেরই দাম উঠলো লাখ লাখ টাকা

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : দীঘার (Digha) মোহনার মৎস্য নিলাম কেন্দ্র হল পূর্ব ভারতের সবচেয়ে বড় মৎস্য নিলাম কেন্দ্র। যে কারণে এখানে সারা বছরই মৎস্য ব্যবসায়ীদের রমরমা বাজার দেখা যায়। বছরভর এখানে বিভিন্ন ধরনের মাছ নিলামের জন্য আনা হয়। সেই সকল মাছের মধ্যে বেশ কিছু মাছ হয়, বিশালাকৃতির আবার বেশ কিছু মাছ হয় বহু মূল্যবান। ঠিক সেই রকমই এবার দীঘার এই মৎস্য নিলাম কেন্দ্রে শুক্রবার একটি বিশালাকৃতির কই ভোলা (Koi Bhola) বিক্রি করা হলো লাখ লাখ টাকায়।

এমনিতেই তেলিয়া ভোলা মাছ বহু মূল্যবান মাছ। সমুদ্রে মাছ ধরতে গিয়ে জালে তেলিয়া ভোলা ওঠা মানেই মৎস্যজীবীদের পোয়াবারো। তবে সব মৎস্যজীবীদের ভাগ্য হয়ে ওঠে না জালে তেলিয়া ভোলা ফেলার। মাঝে মধ্যে তেলিয়া ভোলা জালে ওঠে। আর সেগুলি নিলাম কেন্দ্রে আনা হয় এবং ওজনের উপর ভিত্তি করে দাম নির্ধারণ হয়। আবার স্ত্রী-পুরুষ মাছের ভিত্তিতেও দাম কম বেশি হয়ে থাকে।

শুক্রবার দিঘার মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে যে কই ভোলা মাছটি নিলামে তোলা হয় সেটি মূলত এই মরশুমের সবচেয়ে বেশি ওজনের কই ভোলা বলেই দাবি করছেন মৎস্যজীবী থেকে অন্যান্য ব্যবসায়ীরা। নিলামে ওঠা এদিন একটি তেলিয়া ভোলারই ওজন দাঁড়ায় ২০০ কেজি। সচরাচর এই ধরনের যে সকল মাছ ধরা পড়ে সেগুলি ২৫ থেকে ৩০ কেজি ওজনের হয়ে থাকে। এক্ষেত্রে এই মাছটির ওজন ছিল কয়েকগুণ বেশি।

বিশাল সাইজের ওই মাছের দাম অনেক বেশি পাওয়া যাবে তা প্রথম থেকেই আশা ছিল এবং সেই আশা মত মাছটি শেষমেষ বিক্রি হয় ১ লক্ষ ২৭ হাজার টাকায়। একটি কই ভোলা বিক্রি করেই রীতিমতো লাখপতি হয়ে দাঁড়ান ব্যবসায়ী। হিসাব মতো মাছটির প্রতি কিলোর দাম দাঁড়ায় ৬৩৫ টাকার বেশি। এদিন এই মাছটি নিলামে তোলা হয়েই সুজিত করের কাঁটায়।

তবে কই ভোলার থেকে তেলিয়া ভোলার দাম অনেক বেশি হয়। কারণ তেলিয়া ভোলা মাছের নানান ঔষধিগুণ থাকার কারণে এত দাম। এই মাছের পটকা থেকে দামি ক্যাপসুল এবং জীবনদায়ী ঔষধ তৈরি করা হয়। এছাড়াও এই মাছের চাহিদা রয়েছে বিদেশে। মূলত এই সকল কারণেই তেলিয়া ভোলা মাছের দাম বরাবর বেশি। জানা গিয়েছে, এদিন এই বিশালাকৃতির কই ভোলা মাছটি পারাদ্বীপের একটি মৎস্যজীবীর ট্রলারে ধরা পড়ে এবং তারপর সেটিকে দীঘায় আনা হয় নিলামের জন্য।