নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনের মতো রুই, কাতলা ধরতে জাল ফেলেছিলেন নদীতে। তবে রুই, কাতলার বদলে আস্ত একটি চিতল মাছ জালে উঠবে তা ভেবে উঠতে পারেননি ওই মৎস্যজীবী। ভেবে উঠতে না পারলেও এমনটাই হয়েছে আর সেই আস্ত চিতল মাছ (Giant Fish) রীতিমত ভাগ্য ফেরালো ওই মৎস্যজীবীর। কথায় আছে ‘কপালের নাম গোপাল’, আর সেটিই প্রমাণ হল এই মৎস্যজীবীর ক্ষেত্রে।
লম্বায় প্রায় সাড়ে ৫ ফুট অর্থাৎ একজন মানুষের উচ্চতার সমান চিতল মাছটি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরে। যে চিতল মাছটি ধরা পড়ে তার ওজন হয় প্রায় ১৩ কেজি (১২ কেজি ৭৫০ গ্রাম)। শনিবার সন্ধ্যা নাগাদ এই বিশালাকৃতির চিতল মাছটি ধরা পড়ার পর রবিবার বাজারে তার রীতিমতো শোরগোল তুলে দেয়। একটি চিতল মাছকে নিয়েই রবিবাসরীয় বাজার হয়ে ওঠে মালামাল।
জানা গিয়েছে, স্থানীয় এক মৎস্যজীবী শনিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বালিডাংরি এলাকায় সুবর্ণরেখা নদীতে জাল ফেলেন মাছ ধরার জন্য। বেশ কিছু সময় ধরে মাছ ধরার পর হঠাৎ সন্ধ্যা নাগাদ ওই বিশালাকৃতির চিতল মাছ কি জালে পড়ে। বিশাল আকৃতির এমন চিতল মাছ জালে পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা তড়িঘড়ি নদীর পাড়ে এসে হাজির হন দেখার জন্য।
চিতল মাছ হলো মিষ্টি জল এবং সুস্বাদু জলের মাছ। মাছ প্রিয় বাঙ্গালীদের হেঁসেলে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বাঙালিরা চিতল মাছ খেতে খুব ভালোবাসেন। আবার এই এত বড় চিতল স্বাভাবিকভাবেই বাজারে আলাদা মাত্রা এনে দেয়। শেষমেষ প্রায় এক মানুষ সমান ১৩ কেজি ওজনের এই চিতল মাছটি ১০০০০ টাকায় বিক্রি হয়।
স্থানীয় বাসিন্দারা এবং মৎস্যজীবীরা জানিয়েছেন, বড় ধরনের চিতল মাছ তারা এর আগেও দেখেছেন। কিন্তু এক মানুষ সমান চিতল মাছ এর আগে তারা কখনো দেখেননি। স্বাভাবিকভাবেই এত বড় চিতল মাছ নিয়ে এলাকার মানুষদের মধ্যে শুরু হয় আলাদা চাঞ্চল্য। আর একবারে ১০০০০ টাকায় চিতল মাছটি বিক্রি করতে পেরেও ওই মৎস্য ব্যবসায়ী খুব খুশি।