নিজস্ব প্রতিবেদন : ‘আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে, মরব না, ভাই, মরব না’, কবি গুরুর এই অভয়-বাণীটি ছোট থেকে আমরা সকলেই শুনে বড় হয়েছি তবে বাস্তব জীবনে। এর প্রতিফলন খুব কম মানুষই করে উঠতে পারেন। সাম্প্রতিক কালের ভাইরাল ভিডিওটি এই রকমই একটি সাহসিকতার নিদর্শন। সকলে যেখানে সাপ দেখলে ভয়ে সিটিয়ে যান সেখানে এক তরুণীকে স্নেক ক্যাচারের ভূমিকায় দেখে নেটিজেনরা মুগ্ধ হয়ে গিয়েছেন। বনদপ্তরে যারা স্নেক ক্যাচার হিসেবে কাজ করেন তারা বেশিরভাগই যুবক হয়ে থাকেন তবে সম্প্রতি একজন যুবতী স্নেক ক্যাচারের কথা জানা গেছে। সেই যুবতীর নাম নাগেশ্বরী।
সাপ ধরার প্রতি তার এতই আগ্রহ যে নিজের ইনস্টাগ্রামের পেজের নামই তিনি লিখেছেন নাগেশ্বরী-স্নেক লাভার। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তিনি খালি হাতেই পেল্লায় একখান কেউটে সাপ ধরেছেন! তবে সাপ ধরার ঘটনা তার জীবনে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার খালি হাতে বিশাল বিশাল সাপ ধরে তিনি মানুষজনকে অবাক করে দিয়েছেন এবং সেই সকল সাপ ধরার ভিডিওগুলিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে।
সাম্প্রতিককালের যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, কোনো এক এলাকায় নির্মাণ কাজ চলছে আর সেখানে স্তূপাকারে কিছু টালি আছে আর সেই টালির মধ্যেই একটি বড় কিং কোবরা অর্থাৎ কেউটে সাপকে খালি হাতে ধরে তুলে ফেলেছেন নাগেশ্বরী। কিছুক্ষণ সেই কেউটে সাপটি নাগেশ্বরীর হাতের ভেতর ছটফট করতে শুরু করলো তারপর অবশেষে একসময় সে শান্ত হয়ে গেলো। এর মাঝে দেখা গেল এক হাত থেকে অন্য হাতে সাপটিকে নিয়ে ফেলেছেন নাগেশ্বরী, তার হাতবদলের কায়দা দেখেই বোঝা গেল সে এই ব্যাপারে ঠিক কতখানি পটু।
নাগেশ্বরী এই ব্যাপারে সিদ্ধহস্ত হলে কি হবে নাগেশ্বরীর পোস্ট করা এই ভিডিওটি যারা দেখেছেন তারা কিন্তু চমকে গিয়েছেন। কমেন্টে তারা তাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও জানিয়েছেন অনেকে আবার নাগেশ্বরীর এই সাহসিকতাকে স্যালুট করেছেন। ইতিমধ্যেই নাগেশ্বরীর এই ভিডিওর ভিউজ সংখ্যা ৮ মিলিয়ন ছাড়িয়ে গেছে, অসংখ্য মানুষ এই ভিডিও দেখে স্নেক ক্যাচারের কাজে অনুপ্রাণিতও হয়েছেন।