দিল্লি, গোয়া হয়ে বিদেশ, স্বপ্নের ক্রিকেট-উড়ান বীরভূমের অজগাঁয়ের ওয়াসিমের

Madhab Das

Updated on:

Advertisements

গৌর চক্রবর্তী : বীরভূমের অজগাঁ চিনপাইয়ের নারায়ণপুরের শেখ ওয়াসিম অনলাইনে আবেদনের মাধ্যমে গত জানুয়ারি মাসে প্রথম দিল্লির রোহিনী স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত CCL লিগে অংশগ্রহণ করার সুযোগ পায়। আর এই সুযোগে তাকে তার স্বপ্ন পূরণের রাস্তা দেখাতে শুরু করে।

Advertisements

Advertisements

এই লিগে ভালো খেলে গেম চেঞ্জার পুরস্কার অর্জন করার সাথে সাথে গোয়া চ্যাম্পিয়নশিপে একজন উইকেটকিপার এবং ব্যাটসম্যান হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পায়। সেখানে নিলামে ওয়াসিম UP চ্যাম্পিয়ন দলের হয়ে খেলার সুযোগ পায়। আর খেলার সুযোগ পেতে ফের একবার নিজের প্রতিভা ফুটিয়ে তোলে। ফের প্রথম ১০ কৃতি তারকাদের তালিকায় তার নাম উঠে। আর এরপরেই হাতছানি দেয় বিদেশের মাটিতে পা রাখার।

Advertisements

ওয়াসিম জানিয়েছে, “গোয়া চ্যাম্পিয়নশিপে ভালো ফলাফল করার পর এখন আমি নেপাল যাওয়ার ডাক পেয়েছি। সেখানে আবার নিলাম হবে। নিলামে অংশগ্রহণ করবে পাঁচটি দেশ। মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, দুবাই, নেপাল এবং অস্ট্রেলিয়া। যে দেশটি আমাকে বেছে নেবে তার হয়ে আমি খেলার সুযোগ পাবো।”

ওয়াসিম ছোট থেকেই একজন ভালো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্ন মত উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সিউড়ির DSA মাঠে কোচিং নিতে শুরু করে। তারপর ধীরে ধীরে ক্রিকেটের জগতে পা রাখার তার স্বপ্ন বাস্তবায়িত হতে শুরু করে। আর বর্তমানে এই ভাবে এগিয়ে চলার পর বীরভূমের আপামর জনতা ওয়াসিমের দিকে তাকিয়ে আরও ভালো ফলাফল করে ভবিষ্যতে যেন দেশের হয়ে জাতীয় স্তরে খেলার সুযোগ পায়।

[aaroporuntag]
ওয়াসিমের বাবা শেখ শামীম বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের একজন গাড়িচালক। তাদের সামান্য উপার্জনের মধ্যেই সংসার চলে। আর এমতো অবস্থায় আর্থিক এবং অন্যান্য প্রতিকূলতাকে দূরে সরিয়ে ওয়াসিম যেভাবে এগিয়ে চলেছে তাতে তার বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও খুবই গর্বিত। তারাও আশা রাখছেন তাদের ছেলে একদিন না একদিন জেলা তথা বাংলার মুখ উজ্জ্বল করবে দেশের সামনে।

Advertisements