নিজস্ব প্রতিবেদন : যে পরিকল্পনা নিয়ে যে জায়গায় বাড়ি তৈরি করা হয়, পরবর্তীতে দেখা যায় সেই পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। কারণ বহু সময় দেখা যায় বাড়ি তৈরি করার সময় রাস্তা থেকে বাড়ি অনেক উপরে থাকলেও পরবর্তীতে রাস্তা তৈরি করা অথবা অন্য কোন কাজের জন্য বাড়ির মাঝে রাস্তার সমান সমান হয়ে দাঁড়ায়। এখন এই পরিস্থিতিতে কি উপায়!
এমন ঘটনা ঘটলে বাড়ির মেঝে অথবা বাড়ি উঁচু করার উপায় আগে না থাকলেও এই প্রযুক্তি এখন চলে এসেছে। এই প্রযুক্তি ব্যবহার করেই একটি ১৪০০ স্কোয়ার ফিটের বাড়ি সাড়ে চার ফুট উপরে তোলার কাজ করা হলো মুর্শিদাবাদে। এইভাবে মাটি থেকে বাড়ি উপরে তোলার ঘটনা বিভিন্ন জায়গায় করা হয়ে থাকলেও এবার তার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের শালার।
এমন প্রযুক্তিকে বলা হয় লিফটিং জ্যাক। সালার থানার অন্তর্গত দক্ষিণ খন্ড গ্রামের বাসিন্দা মোশারফ সেখ তার বাড়ি মাটি থেকে সাড়ে চার ফুট উপরে উঠিয়েছেন। বাড়ির গ্যারেজ এবং মেঝে রাস্তার থেকে নিচু হয়ে যাওয়ার কারণে এই পরিকল্পনা গ্রহণ করেন তিনি। বোলপুরের একটি বেসরকারি সংস্থাকে দিয়ে তার এই বাড়ির সংস্কারের কাজ চালানো হচ্ছে।
এমনিতে এইরকম প্রযুক্তি আসার আগে বাড়ির থেকে রাস্তা উঁচু হয়ে গেলে সেই ভাবে কোন পদক্ষেপ গ্রহণ করার উপায় ছিল না সেক্ষেত্রে হয় বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করতে হতো বাসিন্দাদের। তবে এই প্রযুক্তি আসায় এখন বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি না করেই শখের বাড়ি মাটি থেকে উঁচুতে তোলা যাচ্ছে।
সালারের দক্ষিণ খন্ড গ্রামের এই বাড়িটি সাড়ে চার ফুট উঁচুতে তোলার জন্য পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে এবং ১৫ দিন সময় লাগবে বলে জানা যাচ্ছে। এই কাজ করার জন্য প্রথমে নিখুঁত মাপজোক করা হয় এবং পরে বাড়ির ভিত পর্যন্ত মাটি খোঁড়া হয়। এরপর ধীরে ধীরে নিচের দিকের ইট সরিয়ে জ্যাক লাগানো হয়। পুরো বাড়িটিকে উপরে তোলার জন্য ১০০ টি যা লাগানো হয় এবং সমস্ত জ্যাক লাগিয়ে দেওয়ার পর ধীরে ধীরে সমান ভাবে উপরে তোলা হয়। পরে ওই জ্যাক সরানো হবে যখন নতুন ইটের গাঁথনি হবে ফাঁকা জায়গায়। বাড়িটিকে এইভাবে উপরে তুলে দেওয়ার পাশাপাশি ওই সংস্থার তরফ থেকে ৩৫ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে তাদের কাজের জন্য।