গৃহবধূর উপর অ্যাসিড হামলা বীরভূমে

Amarnath Dutta

Published on:

অমরনাথ দত্ত : এক গৃহবধূর উপর অ্যাসিড হামলার ঘটনা ঘটলো বীরভূমে। ঘটনায় আহত ওই গৃহবধূ গুরুতর জখম অবস্থায় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার কথা জানতে পেরে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায় হাসপাতালে যান এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেন।

যে গৃহবধূর উপর এমন হামলার ঘটনা ঘটেছে তিনি বীরভূমের নানুর থানার অন্তর্গত বড়সাঁওতা অঞ্চলের মান্দার গ্রামের বাসিন্দা। সূত্র মারফত জানা গিয়েছে ওই গৃহবধূর দেহের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। ঘটনার পর থেকে নির্যাতিতা গৃহবধূর স্বামী তাপস পন্ডিত পলাতক। অভিযোগ তিনিই এই অ্যাসিড হামলা করেছেন। সোমবার রাতে নিজের বাড়ির উঠানে বসে ছিলেন গৃহবধূ। ঠিক সে সময়ই জামাই তাপস পন্ডিত এসে এমন হামলা চালায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

আহত গৃহবধূর দাদার অভিযোগ, জামাই তাপস পন্ডিতের দুটি বিয়ে। প্রথম পক্ষের স্ত্রী দুর্গাপুরে থাকেন। আর এই ঘটনা নিয়েই পারিবারিক অশান্তির জেরে এমন ঘটনা ঘটান তাদের জামাই তাপস পন্ডিত।

আহত গৃহবধূর দাদার আরও অভিযোগ, প্রথমে নানুর থানায় ও লিখিতভাবে জানানো হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। বরং পুলিশ জামাইকে ধরে আনতে বলেন। ওই গৃহবধূর পরিবারের সদস্যদের দাবি, অবিলম্বে অভিযুক্ত জামাইকে গ্রেফতার করে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়।

তবে মঙ্গলবার হাসপাতালে গিয়ে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়ের সাথে কথা বলার পর নানুর থানার পুলিশ গৃহবধূর বয়ান অনুযায়ী তদন্ত শুরু করেছে।