১০ বছরের আগে বিয়ে, দুই সন্তান ছেড়ে হঠাৎ উধাও গৃহবধূ, বাড়িতে রইল দুই সন্তান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল হাওড়ার বালির একই পরিবারের দুই গৃহবধুর রাজমিস্ত্রির সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনা। তবে সেই ঘটনা এখন অতীত। যে যার বাড়িতে ফিরেছেন এবং তাদের মধ্যে এখন আর কোন যোগাযোগ নেই বলে জানা যায়। তবে এই ঘটনারই ছায়া এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে।

Advertisements

জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার দেওয়ানচক ১ গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর গ্রামের গৃহবধূ রিয়া পাখরে কয়েক সপ্তাহ ধরেই নিখোঁজ রয়েছেন। ১০ বছর আগে রিয়া পাখরের সঙ্গে বিয়ে হয়েছিল শ্যামল আড়ির। পরে তারা বসবাস শুরু করেন লচিপুরে। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। এই দুই কন্যা সন্তানকে ফেলে চলে যান। দুই কন্যা সন্তানের একজনের বয়স ৮ বছর এবং অন্যজনের ৬ বছর।

Advertisements

এমন পরিস্থিতিতে শ্যামল আড়ি দুই কন্যা সন্তানের মুখ তাকিয়ে তার স্ত্রী রিয়াকে বারবার ফিরে আসার আবেদন জানাচ্ছেন। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত শ্যামল বাবু থানার দ্বারস্থ হননি। অভিযোগ রিয়া অধিকাংশ সময় ফোনে ব্যস্ত থাকতেন এবং সেই থেকেই এক সম্পর্কে জড়িয়ে পড়েন।

Advertisements

শ্যামল আড়ি জানিয়েছেন, “ও (রিয়া) বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই আমার দুই সন্তান সারাক্ষণ কাঁদে এবং মাকে খোঁজে। আমি চাই ও যেখানেই থাকুক যেন দ্রুত ফিরে আসে। আমার জন্য না হোক কমপক্ষে যেন মেয়ের কথা ভেবে ফেরে।”

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে, এলাকায় তারা সুখী দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো তা নিয়ে তারা সন্দেহে রয়েছেন। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা বারবার পুলিশের দারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ এতদিন ধরে নিখোঁজ থাকা ওই গৃহবধুর ক্ষেত্রে কোন অঘটনও ঘটতে পারে।

Advertisements