লোনের টাকা খরচ করে দিয়েছে স্বামী, অশান্তি থেকে বাঁচতে আত্মঘাতী গৃহবধূ

Shyamali Das

Published on:

অমরনাথ দত্ত : ৬ বছর আগে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত রায়পুর সুপুর পঞ্চায়েতের রায়পুর গ্রামের চৈতালি বর্মনের সঙ্গে বিয়ে হয় বোলপুরের নায়েক পাড়ার বাসিন্দা বাবাই বাগদির সাথে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবাই বাগদী নির্দিষ্ট কোনো কাজকর্ম করত না। সেই নিয়ে প্রায়শই বাড়িতে অশান্তি লেগে থাকতো। চৈতালি বাগদি বিভিন্ন প্রকল্পের গ্রুপ লোন নিজের কাছে রেখে ছিলেন কোনো উপায় বের করে সংসার চালানোর জন্য। কিন্তু সেই টাকা তার স্বামী খরচ করে ফেলেন।

যেহেতু ওই লোনের টাকা গ্রূপ লোন তাই এনিয়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে প্রায়শই অশান্তি হতে করে। কিভাবে সেই টাকা ফেরত দেবেন তা খুঁজে পাচ্ছিলেন না চৈতালি।

এরই মাঝে রবিবার সকালে বাড়িতে একপ্রস্থ ঝামেলা হওয়ার পর গায়ে আগুন ধরিয়ে নেন চৈতালি। প্রাথমিকভাবে এমনটাই অনুমান করা হচ্ছে পরিবার ও পুলিশের পক্ষ থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বোলপুর থানার পুলিশ। তারা প্রাথমিক তদন্ত শুরু করেছে।

ঘটনার পর থেকে মৃতার স্বামী পলাতক। তবে তার পরিবারের তরফ থেকে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। উৎসবের দিনে পাড়ায় এমন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।