হিমাদ্রি মণ্ডল : আদিবাসী গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে রাজনগর থানা এলাকার কালহীড় গ্রামে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, পুলিশকে জানালেও কোন ব্যবস্থা গ্রহণ হয় নি, বাধ্য হয়ে তাঁরা শুক্রবার আদালতের দ্বারস্ত হন।
নির্যাতিতা জানান যে, বুধবার বিকালে নির্যাতিতা গ্রামের মাঠ থেকে ছাগল আনতে যান। অভিযোগ সেই সময় ওই গ্রামের বাসিন্দা শিশুপদ মূর্মূ তাঁকে বেধড়কভাবে মারধর করে ও ধর্ষণের চেষ্টা করেন। মারের চোটে ওই নির্যাতিতা অজ্ঞান হয়ে পড়ে যান। এরপরেই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।
নির্যাতিতার পরিবার ঘটনার পর ওই শিশুপদ-র বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগ, পুলিশ লিখিত অভিযোগ জমা নিলেও এফআইআর কপির কোন রিসিভ দেন নি। এমনকি কোন ব্যবস্থাও নেয় নি। অবশেষে সিউড়িতে শুক্রবার আদালতের দ্বারস্ত হল ওই গৃহবধূর পরিবার।