Katla Fish: একটি কাতলা মাছের দাম উঠল ১৫ হাজার টাকা, তুলতে হল ছেলে কোলে নেওয়ার মত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন: একটি কাতলা মাছের (Katla Fish) দাম উঠলো ১৫ হাজার টাকা। যিনি ওই মাছটি কিনেছেন তাকে রীতিমতো ছেলে কোলে নেওয়ার মতো মাছটিকে বাড়ি নিয়ে যেতে হল। আসলে ওই কাতলা মাছটির ওজন এতটাই যে তার দামও উঠেছে বিশাল, আবার মাছটির ওজন বেশি হওয়ার কারণে ছেলে কোলে তোলার মতো বাড়ি নিয়ে যেতে হয়েছে।

Advertisements

বর্ষার মরশুমে রাজ্যের বিভিন্ন জায়গায় এমন বড় বড় মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়তে দেখা যায়। সেই সকল বড় বড় মাছ বিপুল দামে বিক্রি করে থাকেন মৎস্যজীবীরা। আসলে সচরাচর এমন বড় বড় মাছ পাওয়া যায় না আর সেই কারণেই ওই সকল মাছের দাম অনেকটাই ওঠে। একবার এই ধরনের বড় বড় মাছ জালে তুলতে পারলেই মৎস্যজীবীদের কপাল খুলে যায়।

Advertisements

বিশালাকৃতির যে কাতলা মাছটির কথা বলা হচ্ছে সেই মাছটি ধরা পড়ে মালদহের মানিকচকে যে গঙ্গার ঘাট রয়েছে, সেই গঙ্গার ঘাটে। মাছটি গঙ্গা থেকে জালে ধরার পর সেটিকে বিক্রি করার জন্য মালদা শহরে থাকা মাছ বাজারে সেটিকে আনা হয় এবং তারপর বিক্রি করা হয়। ওজন করে দেখা যায় ওই কাতলা মাছটির ওজন ২৫ কেজি। স্বাভাবিকভাবে এত বড় আকারের কাতলা মাছ দেখতে ভিড় জমান সাধারণ মানুষরা। আর এক ব্যক্তি ওই মাছটি কিনে নেওয়ার সিদ্ধান্ত নেন। মাছের দাম দর শুরু হয়, শেষমেষ মাছ ব্যবসায়ী ওই মাছটি ৬০০ টাকা কিলো দরে বিক্রি করার সিদ্ধান্ত নেন। মাছটির মোট দাম দাঁড়ায় ১৫ হাজার টাকা।

Advertisements

আরও পড়ুন : Sangita Sandip Villa: সঙ্গীতা সন্দীপ ভিলার মালিকই নন সন্দীপ ঘোষ, রেখেছেন অন্যজনের নামে

মালদাহ শহরে থাকা মাছ বাজার থেকে বাপ্পা চক্রবর্তী নামে ঐ ব্যক্তি মাছটি কিনেছেন এবং তিনি জানিয়েছেন, “এত বড় ওজনের কাতলা মাছ সচরাচর দেখা যায় না। মাছটির রং থেকে শুরু করে আকার সবই যেন আলাদা। ৬০০ টাকা কিলো দরে মাছটি বিক্রির জন্য রাজি হন ব্যবসায়ী আর সেই মতো আমি মাছটি কিনে নিই।”

যিনি মাছটি বিক্রি করেছেন অর্থাৎ ওই মৎস্য ব্যবসায়ী দেবু হালদার জানিয়েছেন, “সবসময় এমন বড় বড় মাছ পাওয়া যায় না। খুব কম সময় এমন বড় বড় মাছ জালে ধরা পড়ার কারণে দাম অনেক ওঠে। এবার এই মাছটি ছশ টাকা কিলো দরে বাপ্পা চক্রবর্তী নামে এক ক্রেতাকে বিক্রি করলাম।”

Advertisements