Jhargram: ৪০ টাকার কম প্রিমিয়াম দিয়ে মিলল ২ লক্ষ টাকা, বিধবা ঝুমার মুখে ফুটল হাসি

Shyamali Das

Published on:

Advertisements

ঝাড়গ্রাম: ২০২৩ সালের জুন মাসে মনসা পুজোর দিন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ঝাড়গ্রামের (Jhargram) বেলিয়াবেড়া থানার অন্তর্গত আঁধারিয়া গ্রামের বাসিন্দা প্রবীর জানার। তার মৃত্যুর প্রায় এক বছর পর তার বিধবা স্ত্রী ঝুমা জানা ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেন। তিনি এমন ক্ষতিপূরণ পেয়েছেন মাসে ৪০ টাকারও কম প্রিমিয়াম দিয়ে। কিভাবে তিনি এমন ক্ষতিপূরণ পেলেন তা আজ আমরা আমাদের প্রতিবেদনে জানাবো।

Advertisements

ঝাড়গ্রামের বাসিন্দা ঝুমা জানা এমন ক্ষতিপূরণ পেয়েছেন মূলত কেন্দ্র সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনার আওতায়। তার স্বামীর একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল এবং ওই ব্যাংকেই এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হতো। তবে এমন সামান্যটুকু টাকা প্রিমিয়াম দিয়ে এত বড় উপকার হবে তা কেউ কোনদিন ভেবে উঠতে পারেননি। যদিও ওই ব্যাংকের থেকে ঝুমা জানাকে ক্ষতিপূরণ দিতে যথেষ্ট টালবাহানা করে এবং এক বছরের পর ঝাড়গ্রাম জেলার আইনি সহায়তা কর্তৃপক্ষের সহযোগিতায় তিনি ওই টাকা ক্ষতিপূরণ হিসেবে পান।

Advertisements

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা সরকারের তরফ থেকে চালু করা হয় ২০১৫-১৬ অর্থবর্ষে। এই প্রকল্পের আওতায় যারা রয়েছেন তাদের বছরে মাত্র ৪৩৬ টাকা প্রিমিয়াম দিতে হয়। হিসেব অনুযায়ী প্রতি মাসে ৪০ টাকাও পড়ে না। আর এই প্রকল্পের আওতায় থাকা মৃত ব্যক্তির পরিবার ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়ে থাকেন। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা প্রকল্পের আওতায় খুব সহজেই নাম নথিভুক্ত করা যায়।

Advertisements

আরও পড়ুন : New Pan Card: এবার সরকার দিচ্ছে নতুন ধরনের প্যান কার্ড, কারা পাবেন? কিভাবে আবেদন করতে হবে?

এই প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত করার জন্য পোস্ট অফিস অথবা ব্যাংক যে কোন জায়গা থেকেই আবেদন পত্র পাওয়া যায়। আবার অনলাইনেও এই প্রকল্পে নাম নথিভূক্ত করতে পারেন ইচ্ছুক ব্যক্তিরা। অফলাইনে আবেদন করার ক্ষেত্রে ব্যাংক অথবা পোস্ট অফিস থেকে ফর্ম নিতে হবে এবং তা ফিলাপ করে জমা দিতে হবে। অন্যদিকে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ব্যাংক অথবা পোস্ট অফিসের নেট ব্যাঙ্কিং থেকে এমন সুবিধা পাওয়া যায়।

এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য বয়স সীমা রাখা হয়েছে ১৮ থেকে ৫০ বছর। যারা এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেন তাদের যেকোনো কারণে মৃত্যু হলে তার এই প্রকল্পের সঙ্গে নমিনি হিসাবে থাকা ব্যক্তিকে এককালীন ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।

Advertisements