মাওবাদী অভিযানে আরও বাড়লো শহীদ জাওয়ানের সংখ্যা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মাওবাদী অভিযানে গিয়ে শহীদ জাওয়ানের আরও বাড়লো। ঘটনার সূত্রপাত শনিবার সকালবেলা। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে বিজাপুর জেলায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনীর একাধিক বাহিনী। তবে এই অভিযানে গতকাল শহীদ হন পাঁচজন জাওয়ান। দেখতে দেখতেই পরবর্তীতে রবিবার এই শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২।

Advertisements

মাওবাদীদের সাথে যৌথ বাহিনীর গুলির লড়াইয়ে এই এত সংখ্যক জওয়ানের শহীদ হওয়ার ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। জানা গিয়ে শনিবার দুপুর বারোটা থেকে মাওবাদীদের সাথে শুরু হয় এই গুলির লড়াই। আর সেই লড়াই চলে অন্তত দুপুর তিনটে পর্যন্ত। আর এই এত সংখ্যক জাওয়ানদের শহীদ হওয়ার কথা জানানো হয়েছে ছত্তিশগড় প্রশাসনের তরফ থেকে।

Advertisements

গোয়েন্দা সূত্রে ভারতীয় জওয়ানদের কাছে খবর ছিল বিজাপুর ও সুকমার মাঝে দক্ষিণ বস্তারের জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার। পাশাপাশি জানা যায় সেখানেই লুকিয়ে রয়েছেন শীর্ষ মাওবাদী নেত্রী মাধবী হিদমা। আর সেই খবর পেয়েই অন্ততপক্ষে ২ হাজারের বেশি সেনা জওয়ান অভিযানে নামেন। আর এই অভিযানে নেমেছে দুই পক্ষের লড়াই শুরু হয়। সেনা জওয়ানদের শহীদ হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন মাওবাদী নিকেশ হয়েছে বলেও জানা গিয়েছে। তবে মাওবাদী নিকেশের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

Advertisements

[aaroporuntag]
ভারতীয় সেনা জওয়ানদের শহীদ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি অমিত শাহ অসম সফর কাটছাঁট করে তড়িঘড়ি দিল্লি ফেরেন।

Advertisements