নিজস্ব প্রতিবেদন : যাকে আহ্বান করে ডেকে নিয়ে আসা হয় তিনি অতিথি আর না ডাকতেই যিনি চলে আসেন তিনি অনাহূত অতিথি! এই অনাহূত অতিথিরা যে সব সময়ই আমাদের খুশি করে এমনটা কিন্তু নয়! কখনো কখনো অনাহূত অতিথিকে দেখে আমরা শিউরেও উঠি! ভয়ে কুকড়ে কথা বলার শব্দটুকুও হাতড়ে বেড়াতে থাকি এমনটাই হয়েছিল নৈনিতালের এক বাড়ির মালিকের।
টেবিলের নিচে কুন্ডুলিটি দেখেই ভয়েই শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল তার! কিন্তু এই ভয়ের মুহূর্তেও তিনি মানুষ হিসেবে নিজের কর্তব্যটুকু ভোলেননি। ভোলেননি একজন সামাজিক মানুষ হিসেবে তার দায়িত্বটুকু। তাই অনাহূত সেই অতিথিকে তার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তিনি ফোন করেন বনদপ্তরে। কিছু সময়ের ব্যবধানেই বনদপ্তরের কর্মীরা পৌঁছে যান ভদ্রলোকের বাড়ি। টেবিলের তলা থেকে বার করে আনেন শঙ্খচূড় সাপটিকে! এই উদ্ধারকার্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নৈনিতালের ডিএফও উদ্ধার কার্যে গিয়ে ভিডিওটি তোলেন। আইএফএস অফিসার আকাশ কুমার বর্মা ভিডিওটি টুইট করেন।
শঙ্খচূড় সাপের মুখ চেপে ধরে তাকে বের করে আনা হয় ঘর থেকে তারপর তাকে বস্তার মধ্যে ভরা হয়। বস্তার মধ্যে ভরার সময় বেশ বিরক্ত হয় শঙ্খচূড়। তখন আরও একজন বনকর্মী এগিয়ে আসেন। দুইজন বনকর্মী মিলে কাজটি সম্পন্ন করেন।
শঙ্খচূড় বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। এর উচ্চতা হয় ১৬ থেকে ১৭ ফুট পর্যন্ত। উদ্ধার হওয়া সাপটিও ১০ ফুটের বেশি লম্বা হবে তবু কম নয়। কিন্তু এই সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যান্য ছোট সাপেদের খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাঙ, ইঁদুর, ছুঁচো ইত্যাদি দ্রুত প্রজননকারী প্রাণীদেরও খেয়ে থাকে সাপ। তাই বাস্তুতন্ত্র রক্ষায় এর ভূমিকা অনস্বীকার্য। তাই এরকম সাপকে ঘরের মধ্যে দেখতে পেলে তার কোনো রকম ক্ষতি না করে বনদপ্তর বা স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া সামাজিক জীবের কর্তব্য। প্রয়োজন পড়লে বাড়ির পাশে কার্বনিক অ্যাসিড দিন। বর্ষাকালে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন। কিন্তু মারবার চেষ্টা করবেন না।
A #King Cobra rescued by Forest Department's Rapid Response Team from a house at Nainital! ?DFO Nainital. @moefcc @ndtv @CentralIfs @AnimalsWorId @Uttkhand_Forest @nature @Discovery @MadrasCrocBank @REPTILESMag @mygovindia @MygovU @uttarakhandpost @ndtvindia @ZeeNews @dodo @IUCN pic.twitter.com/kXWameDNzf
— Akash Kumar Verma, IFS. (@verma_akash) August 11, 2020
কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে তাদের কেও বাধা দিন।নিজেদের সুরক্ষার বিষয়ে ভাবনা চিন্তা করে বনদপ্তরকে খবর দিন।বনদপ্তরের কর্মীরা সাপের শারীরিক পরীক্ষা করার পর তাকে জনবহুল এলাকা থেকে দূরে নিরাপদ জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন। কিন্তু হঠাৎ করে ঘরের মধ্যে অনাহূত অতিথিকে দেখলে সেটাই করুন যেটা নৈনিতালের ভদ্রলোক করেছেন। হাড় হিম করা ভয়ের মুহূর্তেও তিনি নিজের কর্তব্য ভোলেননি ভাইরাল হওয়া ভিডিওটি আমাদের এই শিক্ষাই দেয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরাও বাড়ির মালিকের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।