দার্জিলিং ঘুরতে গিয়ে থাকা নিয়ে আর চিন্তা নেই! রইল ১২৯৩টি হোটেল, হোমস্টের ঠিকানা ও নম্বর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দার্জিলিং (Darjeeling) ট্যুর করতে দেখা যায় পর্যটকদের। যে কারণে হাতে গোনা মাত্র কিছু সময় দার্জিলিং সামান্য পর্যটকহীন থাকে। বাকি অধিকাংশ সময়ই এখানে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের দার্জিলিঙে কোন না কোন হোটেল অথবা হোমস্টেতে (Hotel or Homestay)উঠতে হয় থাকার জন্য। তবে অনেক সময় পর্যটকদের সংখ্যা অনেক বেশি থাকার কারণে ঠিকঠাক ভাবে হোটেল অথবা হোমস্টে পাওয়া যায় না।

Advertisements

আবার যখন দার্জিলিঙে ঘোরার সবচেয়ে ভালো মরশুম শুরু হয় সেই সময় এই সকল হোটেল অথবা হোমস্টের আকাল চলে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, বহু পর্যটকদেরই চড়া দামে হোটেল অথবা হোমস্টে ভাড়া নিতে হয়। অনেক সময় আবার বেশি টাকা দিয়েও পাওয়া যায় না। আবার এই ধরনের ঘটনাকে কাজে লাগিয়ে বহু প্রতারক পর্যটকদের ফাঁদে ফেলে তাদের টাকা পয়সা লুট করে থাকেন। কিন্তু এবার এই সকল সব চিন্তা দূর হয়ে গেল দার্জিলিং পুলিশের (Darjeeling Police) অভিনব এক উদ্যোগে।

Advertisements

সামনেই পুজোর মাস আর এই পুজোর মাসে দার্জিলিংয়ে দূরদূরান্ত থেকে বহু পর্যটকদের আগমন ঘটবে। এই বিপুলসংখ্যক পর্যটকদের আগমন এবং তাদের হোটেল অথবা হোমস্টে নিয়ে যাতে কোন অসুবিধা না হয় অথবা কোনরকম প্রতারণার ফাঁদে তারা না পড়েন, তার জন্য দার্জিলিং পুলিশের তরফ থেকে দার্জিলিংয়ের ও পার্শ্ববর্তী এলাকার ১২৯৩ টি হোটেল, লজ এবং হোমস্টের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা দেখে সহজেই পর্যটকরা হোটেল, হোমস্টে অথবা লজ বুকিং করতে পারবেন।

Advertisements

পর্যটকদের সুবিধা জন্য দার্জিলিং পুলিশের তরফ থেকে কেবলমাত্র ওই সকল হোটেল অথবা হোমস্টের নাম প্রকাশ করা হয়েছে এমন নয়। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে ওই সকল হোটেল অথবা হোমস্টের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর এবং ইমেল আইডিও প্রকাশ করা হয়েছে। একসঙ্গে এতগুলি হোটেল হোমস্টে এবং তাদের যোগাযোগ নম্বর বা ইমেল আইডি একটি পিডিএফ-এর মাধ্যমে প্রকাশ করেছে দার্জিলিং পুলিশ।

দার্জিলিং পুলিশের তরফ থেকে যে হোটেল এবং হোমস্টের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা দেখার জন্য পর্যটকদের https://darjeelingpolice.org/images/hotels-and-homestays-in-Darjeeling.pdf লিংকে ক্লিক করতে হবে এবং পিডিএফটি ডাউনলোড করতে হবে। এছাড়াও দার্জিলিং পুলিশের তরফ থেকে একটি কিউআর কোড দেওয়া হয়েছে, যেটি স্ক্যান করেও সরাসরি এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন।

Advertisements