নিজস্ব প্রতিবেদন : স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হঠাৎ জ্বলে উঠল একটি ট্রেন (Local Train)। ভারতীয় রেলের (Indian Railways) এমন দুর্ঘটনায় হতবাক সকলেই। হঠাৎ করে ট্রেনে আগুন ধরে যাওয়ায় তিনটি কোচ পুড়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও রেল কর্মী এবং যাত্রীদের সহযোগিতায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার বিকেল বেলায় এমন ভয়াবহ ঘটনাটি ঘটেছে গুজরাতের বোতাদ রেলস্টেশনে। তবে এই ঘটনায় ভাগ্যক্রমে কোনো যাত্রী আহত হননি। ঘটনার সময় ওই ট্রেনটিতে কোন যাত্রী অথবা রেল কর্মী ছিলেন না বলেই হতাহত অথবা প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে প্রশ্ন উঠছে কিভাবে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে।
সোমবার বিকাল বেলায় বোতাদ রেলস্টেশনে পৌনে চারটে নাগাদ দাঁড়িয়েছিল ডিজেল-বৈদ্যুতিক চালিত (DEMU) ট্রেনটি। ট্রেনটি আমেদাবাদের দিকে সন্ধ্যার সময় যাওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনার কারণ স্পষ্ট নয়। এই বিষয়ে রেলের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনার পর স্টেশন চত্বরে যাত্রী এবং রেল কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্টেশন কর্তৃপক্ষের তরফ থেকে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। সবার প্রচেষ্টায় প্রায় আধ ঘন্টা পর ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
#WATCH | Gujarat: Fire broke out on a local train at Botad Railway Station earlier today. The train was scheduled to depart for Ahmedabad today evening. No injuries reported. pic.twitter.com/rdkmXQ1FSt
— ANI (@ANI) April 17, 2023
দমকল বাহিনীর তরফ থেকে জানা গিয়েছে, বোতাদ স্টেশনে দাঁড়িয়ে থাকা ওই ডিজেল-বৈদ্যুতিক চালিত (DEMU) ট্রেনটিতে বৈকাল পৌনে চারটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং ৪ টে ২৫ নাগাদ তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।