নিজস্ব প্রতিবেদন : শ্রাবণের শেষে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের দেখা মিলেছে। যে নিম্নচাপের জেরে সপ্তাহান্তে রাজ্যজুড়ে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন করে এই নিম্নচাপটি তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি বর্তমানে বিরাজ করছে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল বরাবর। আর এই নিম্নচাপটি আগামী দু-তিন দিন একই জায়গায় অবস্থান করবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। যার প্রভাবেই সপ্তাহান্তে শনিবার এবং রবিবার রাজ্যজুড়ে মুষলধারে বৃষ্টি হতে পারে। নিম্নচাপের পাশাপাশি ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য হাওয়াই শুক্রবার এবং শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকেই রাজ্যজুড়ে নিম্নচাপের প্রভাব লক্ষ্য করা যাবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আবার সোমবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দেখা দিতে পারে। আর শনিবার উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে।
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাতে দুই থেকে তিনদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র, শনি ও রবিবার টানা এই তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
A low pressure area has formed over Northwest Bay of Bengal off north Odisha & West Bengal coasts and associated cycer extends upto upper
tropospheric levels. It is likely to persist over the region and become more organized over North Bay of Bengal during subsequent 2-3 days.— India Met. Dept. (@Indiametdept) August 13, 2020
দিন কয়েক ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হয়েছে। আর এই অস্বস্তিকর পরিস্থিতিতে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তবে এবার দিন কয়েকের জন্য কিছুটা হলেও স্বস্তি দিতে চলেছে মৌসুমী অক্ষরেখা। যেটি বর্তমানে বিরাজ করছে ফিরোজপুর, গোয়ালিয়র, অম্বিকাপুর, চাইবাসা হয়ে ওড়িশা ও পশ্চিমবাংলা উপকূলে নিম্নচাপ পর্যন্ত। উত্তর দক্ষিণ অক্ষরেখা বিহার থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান৷