ড্রাইভারের স্কিল বটে! এইভাবে চালিয়ে দিলেন গাড়ি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হতে লক্ষ্য করা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সকল ভিডিও নজর কাড়ে নেটিজেনদের। সম্প্রতি সেই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নজর কেড়েছে নেট দুনিয়ার দর্শকদের।

Advertisements

শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার মতই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় আর একজন শিল্পপতি হলেন হর্স গোয়েঙ্কা। তিনিও আনন্দে মাহিন্দ্রার মতোই নানান ধরনের মজার মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন। মজার মজার ভিডিও আপলোড করার পাশাপাশি অবাক করা এবং অনুপ্রেরণা মূলক ভিডিও আপলোড করতে দেখা যায় তাকে। সেইরকমই তিনি একটি ভিডিও আপলোড করেছেন যাতে ড্রাইভারের অবাক করা স্কিলকে তুলে ধরা হয়েছে।

Advertisements

সম্প্রতি হর্স গোয়েঙ্কা যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, অবাক করা এক গাড়ি চালকের স্কিল। তিনি যেভাবে একটি চারচাকা গাড়ি একটি খাল পের করেছেন তা রীতিমতো চমকে দিয়েছে দর্শকদের। দুটি গাছের গুঁড়িকে শুইয়ে রেখে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে যান তিনি। ঠিক যেন সুতোর উপর গাড়ি চালিয়ে দিলেন ওই ড্রাইভার।

Advertisements

ভাইরাল হওয়া এই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, একটি বিশাল নালা রয়েছে। সেই নালার অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছে দুটি গাড়ি। এখন এই নালা পার না হলে এগিয়ে যাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে দুটি গাছের গুঁড়িকে মাপ করে বসিয়ে দেওয়া হয়। তবে ওই গাছের গুঁড়ির ওপর দিয়ে একজন মানুষকে হেঁটে চলাচল করতে হলেই অসুবিধায় পড়তে হবে। কিন্তু তার উপর দিয়েই আস্ত একটি চারচাকা গাড়ি পার করে দিতে সক্ষম হলেন ওই চালক।

এইভাবে গাড়ি পার করা অত্যন্ত রিস্ক ছিল তা ভিডিও দেখেই স্পষ্ট। তবে দক্ষতার সঙ্গে ওই চালক যা করে দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। কেননা চালকের সামান্য একটু ভুলে পুরো গাড়ি ওই খালের মধ্যে তলিয়ে যেতে পারত।

Advertisements