আহত সাপকে জল খাইয়ে মানবতার পাঠ শেখালেন এই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় বর্তমানে নানান ধরনের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। ভাইরাল হওয়া এই সকল ভিডিওর মধ্যে আলাদাভাবে নজর কাড়ে সাপের ভিডিও। আসলে সাপ নিয়ে প্রত্যেকের মধ্যেই রয়েছে কোন না কোন দুর্বলতা। আবার সাপের ভিডিও ভয়ংকর সুন্দর। এসবের কারণেই সাপের এই ভিডিও দেখতে মজে থাকেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই রকমই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি আহত সাপকে জল পান করাচ্ছেন। আহত ওই সাপকে জল পান করিয়ে তিনি একপ্রকার বড় মানবতার পরিচয় দিয়েছেন। আমরা অধিকাংশ মানুষ যেখানে সাপ দেখলেই ভয় পায় সেই জায়গায় ওই ব্যক্তির এমন কাজ প্রশংসার দাবিদার।

সাপকে অধিকাংশ মানুষ ভয় পেলেও তারাও এই জীবকুলের একটি অংশ। তাদেরও খিদে পায়, তৃষ্ণা পায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি স্টিলের একটি জগ থেকে হালকা করে জল ঢালছেন ওই সাপের গায়ে। আর চুপটি করে ওই সাপটি তার পিপাসা মেটাচ্ছে। জানা গিয়েছে, ওই সাপটি আহত ছিল এবং ওই সাপটিকে ওই ব্যক্তি জল পান করানোর পাশাপাশি তার শুশ্রূষা করেন।

সোশ্যাল মিডিয়ায় এমন ঘটনার ভিডিও এক ব্যক্তি আপলোড করে লিখেছেন, ‘একটি আহত সাপকে জল দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন হৃদয়বান এক ব্যক্তি।’ তবে ওই হৃদয়বান ব্যক্তি কে তা অবশ্য ভিডিওতে জানানো হয়নি। আসলে আহত সাতকে এইভাবে জল পান করিয়ে মানবতার নজির তৈরি করা ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি।

তবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও তিনি যেভাবে এমন কৃতিত্ব দেখিয়েছেন তাতে তাকে নিয়েই চর্চা শুরু হয়েছে এই ভিডিও ঘিরে। ইতিমধ্যেই এই ভিডিওটি অজস্র মানুষ দেখেছেন এবং তা দেখার পাশাপাশি তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন প্রত্যেকেই।