হাওয়াতে প্যাডেল, এগিয়ে যাচ্ছে সাইকেল, ভিডিও না দেখলে বিশ্বাস হবে না

Antara Nag

Updated on:

Advertisements

সোশ্যাল মিডিয়ার যেমন খারাপ দিক রয়েছে, তেমনি কিন্তু বেশ কিছু ভালো দিকও রয়েছে। আজকের এই ব্যস্ততম পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার দরুন না জানি কত কিছু দেখতে পারি, জানতে পারি এবং শুনতেও পারি। এমন এমন অবাক করা কিছু জিনিস সোশ্যাল মিডিয়ার দরুন দেখা যায়, তা হয়তো সকলকে আচমিত করে দেয়। আজ এমনই একটি ঘটনার চাক্ষুষ প্রমাণ দিল ভাইরাল হওয়া একটি সাইকেল চালানোর ভিডিও।

Advertisements

শুনে অবাক হচ্ছেন তো? সামান্য সাইকেল চালানোর ভিডিও ভাইরাল হওয়ার কি আছে? আমরা প্রায় সকলেই তো কমবেশি সাইকেল চালিয়ে থাকি। কিন্তু এই সাইকেল চালানোটা আমাদের স্বাভাবিক নিয়মে সাইকেল চালানোর থেকে বেশ আলাদা। এটি রাস্তা, মাটি বা মাঠের উপর দিয়ে নয়, সোজা হাওয়ার উপর দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে।

Advertisements

এই সাইকেল চালানোর ভিডিওটি শেয়ার করা হয় মোহাম্মদ জামশেদ নামক এক টুইটার ব্যবহারকারীর প্রোফাইল থেকে। ভিডিওটি খুব স্বল্প সময়ের একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে, পাশে বিস্তর প্লেনের মতো ডানা। তার মধ্যে ফ্যানের সাহায্যে সংযুক্ত একটি চৌকো আকৃতির বাক্সের উপর এক ব্যক্তি সাইকেল চালাচ্ছেন। খানিকক্ষণ এভাবে থাকার পরে বিমানের মেশিনটি ছেড়ে দেয় এবং তৎক্ষণাৎ ব্যক্তিটি হাওয়ার মধ্যে উড়ে উড়ে সাইকেল চালাতে শুরু করে।

Advertisements

ভিডিওটি শেয়ার করার সাথে সাথেই ব্যাপক পরিমাণে ভাইরাল হয়। প্রত্যেকটি মানুষ হকচকিয়ে যায় ভিডিওটি দেখে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল “এই ব্যক্তি সাইকেল চালানোর সময় একটি প্লেন ওড়ানোর চেষ্টা করেছিল! মাল্টি-টাস্কিং-এর বিষয়ে কথা বলি।” ভিডিওটি প্রচুর পরিমাণে মানুষের লাইক ও কমেন্ট পেয়েছে। প্রায় ছয় হাজারেরও বেশি লাইক ভিডিওটিতে পড়েছে। এছাড়া প্রচুর মানুষ কমেন্টও করেছেন।

সত্যিই হাতে মোবাইল বা ক্যামেরা থাকলে কত কিছুই না করা সম্ভব। আর যতদিন এগোচ্ছে মানুষের মস্তিষ্ক ততই দ্রুত গতিতে ছুটছে। সেই ছুটন্ত মস্তিষ্কপ্রসূত একটি ভাবনা আজ এই ভাইরাল ভিডিওতে প্রকাশ পেল।

Advertisements