সাধারণ গাড়ির ইঞ্জিন দিয়ে তৈরি হলো হেলিকপ্টার! তরতড়িয়ে উড়ে গেল আকাশে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার যুগে এখন কত ধরনের না ভিডিও ভাইরাল (Viral Video) হতে দেখা যায়। ভাইরাল হওয়া এই সকল ভিডিওর মধ্যে আবার এমন কিছু ভিডিও রয়েছে যেগুলি আলাদাভাবে নজর কাড়ে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের। ঠিক সেই রকমই সম্প্রতি একটি ভিডিও দারুণভাবে নজর কেড়েছে সোশ্যাল নাগরিকদের। আসলে ওই ভিডিওটি হল সাধারণ একটি গাড়ির ইঞ্জিন দিয়ে তৈরি একটি হেলিকপ্টারের (Helicopter Viral Video)।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিও দেখা যায় সে সকল ভিডিওর মধ্যে বেশ কিছু ভিডিও আলাদাভাবে নজর কাড়ে দেশি জুগারদের। দেশীয় পদ্ধতিতে এবং নিজের অসাধারণ প্রতিভার দৌলতে বেশ কিছু মানুষকে নানান ধরনের জিনিস তৈরি করতে দেখা যায়, যে সকল জিনিসগুলি আমজনতার কাছে খুব আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সেই রকমই সাধারণ গাড়ির ইঞ্জিন দিয়ে তৈরি এই হেলিকপ্টারটি আলাদাভাবে নজর কেড়েছে। আলাদাভাবে নজর কাড়ার কারণ হলো, সাধারণ ইঞ্জিনে তৈরি ওই হেলিকপ্টার তরতড়িয়ে আকাশে উড়তে সক্ষম।

Advertisements

সত্যি বলতে সম্প্রতি সাধারণ গাড়ির ইঞ্জিন দিয়ে তৈরি এই হেলিকপ্টারটির ভিডিও যতক্ষণ না দেখা হবে ততক্ষণ বিশ্বাস হবে না। নিজের প্রতিভা এবং অভিনব কৌশল অবলম্বন করে এমন হেলিকপ্টারটি তৈরি করেছেন ব্রাজিলের এক ব্যক্তি। সাধারণ গাড়ির ইঞ্জিন ব্যবহার করে ওই ব্যক্তির তৈরি হেলিকপ্টার রীতিমত চমকে দিয়েছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, নিজের হাতে তৈরি হেলিকপ্টারটি ওই ব্যক্তি প্রথমে রাস্তায় সাধারণ গাড়ির মতোই চালাতে শুরু করেন। তারপর ওই হেলিকপ্টারের পাখা ঘুরতে শুরু করে তরতরিয়ে। প্রথমদিকে ভাবতেই পারা যায়নি ওই হেলিকপ্টার উড়তে সক্ষম হবে। কিন্তু রাস্তায় কিছুদূর যাওয়ার পর দেখা যায় অন্যান্য হেলিকপ্টারের মতোই সেটি আকাশে উড়ছে। একেবারেই অবিশ্বাস্য হলেও এমনটাই হতে দেখা গিয়েছে।

ব্রাজিলের একটি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি এমন হেলিকপ্টার তৈরি করেছেন ভক্সওয়াগেন বিটল ইঞ্জিন দিয়ে। ওই ইঞ্জিন ব্যবহার পড়ার পাশাপাশি হেলিকপ্টারের মতই একটি কাঠামো তৈরি করা হয়। কাঠামোর উপরে লাগানো হয় বড় বড় পাখা। কন্ট্রোলের জন্য পিছনেও লাগানো হয় হেলিকপ্টারের মতোই ছোট পাখা। তিনটি চাকার মাধ্যমে রাস্তায় ওই দেশি প্রযুক্তির হেলিকপ্টার চলতে সক্ষম। এমন অদ্ভুত হেলিকপ্টার এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে ঠিক যেমন ওটি তরতরিয়ে আকাশে উড়ছিল।

Advertisements