নিজস্ব প্রতিবেদন : গাড়ির রিমডেলিং করতে দেখা যায় গ্যারেজ মিস্ত্রিদের একাংশকে। তবে কোনো গ্যারেজ মিস্ত্রি যে একটি আস্ত হেলিকপ্টার বানিয়ে ফেলতে পারেন তা হয়তো কারোর বিশ্বাস হবে না। বিশ্বাস না হলেও এমনই অবাক করা ঘটনা ঘটিয়েছেন পূর্ব বর্ধমানের রেজাউল।
রেজাউল শেখ পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার ঘোলা এলাকার বাসিন্দা। পেটে বিদ্যে বলতে পঞ্চম শ্রেণী পাশ। পঞ্চম শ্রেণী পাস এই গ্যারেজ মিস্ত্রি এখন এলাকায় শোরগোল ফেলে দিয়েছেন আস্ত হেলিকপ্টার তৈরি করে। তিনি এই আস্ত হেলিকপ্টার তৈরি করার কাজটি করেছেন নিজের গ্যারেজে বসেই।
রেজাউলকে তার বাবা বলেছিলেন, এমন কিছু করতে যাতে দেশের মানুষ মনে রাখেন। সেই চিন্তা-ভাবনা থেকেই রেজাউলের মাথায় আসে হেলিকপ্টার তৈরি করার পরিকল্পনা। এরপর ধীরে ধীরে তিনি হেলিকপ্টার তৈরি করার কাজ শুরু করেন। প্রথমদিকে তাকে নিয়ে এলাকার অনেকেই হাসিঠাট্টা করলেও এখন যখন এই আস্ত হেলিকপ্টার তিনি তৈরি করতে সক্ষম হয়েছেন তখন তা দেখার জন্য ভিড় বাড়ছে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষদের।
রেজাউল এই হেলিকপ্টার তৈরি করার জন্য দীর্ঘ পাঁচ বছর গবেষণা করেছেন বলে জানিয়েছেন। ছ’মাস আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে তিনি আসবাবপত্র কিনেছেন। এরপর দিনরাত পরিশ্রম করে পাঁচ আসনের এই হেলিকপ্টার তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। এখন সব যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই তা আকাশে উড়বে।
গ্যারেজ মিস্ত্রি হওয়ার কারণে গাড়ির ইঞ্জিনের বিষয়ে তার অগাধ জ্ঞান থাকলেও হেলিকপ্টারের ইঞ্জিন সম্পর্কে তার জ্ঞান ছিল শূন্য। তবে তিনি জ্ঞানশূন্য নিয়েও দমে যাননি। ইঞ্জিন সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করে শেষমেষ ৪০ ফুটের এই হেলিকপ্টার তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। এই হেলিকপ্টারে চালক সহ মোট পাঁচজন বসতে পারবেন বলে জানিয়েছেন রেজাউল। পাশাপাশি যাতে সাধারণ মানুষ এই হেলিকপ্টারে চড়তে পারেন তার জন্য তিনি মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।