রেল লাইনে আটকে গেল মোটর বাইকের চাকা, ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেন চালক

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন সময় নানান ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। ভাইরাল হওয়া সেই সকল ভিডিওর মধ্যে বেশ কিছু ভিডিও থাকে দুর্ঘটনা। দুর্ঘটনার সেই সকল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি মানুষকে শিক্ষা দেয়। পরবর্তীতে তারা যেন এমন কাজ না করেন সেই দিকে সতর্ক করে এই সকল ভিডিও।

সম্প্রতি ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পাওয়া এবং স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া মানুষের হাতে হাতে পৌঁছে যাওয়ার ফলে এই ধরনের ভিডিও সহজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড ও ভাইরাল হয়। দুর্ঘটনার এই সকল অধিকাংশ ভিডিও দেখা যায় সিসিটিভি ক্যামেরায় বন্দি করা হয়ে থাকে। তবে ভিডিওগুলি ভয়ংকর হলেও এগুলি থেকে শিক্ষা মেলে। ঠিক সেই রকমই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও শিক্ষা দিচ্ছে প্রত্যেক মানুষকে।

ভারতীয় রেল অথবা সেই সংক্রান্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের নানান ভিডিও বারংবার শেয়ার করা হয়ে থাকে। এই ধরনের ভিডিও শেয়ার করার মূল উদ্দেশ্য হলো মানুষকে সতর্ক করা। তবে সতর্কতার সেই বার্তা প্রত্যেকের কাছে পৌঁছালেও বহু সময় সেই সকল সতর্কবার্তাকে অবজ্ঞা করতে দেখা যায় পথ চলতি মানুষদের।

সম্প্রতি রেলওয়ে গ্যালারি নামে একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, কোন একটি রেল ক্রসিংয়ে রেলগেট পড়ে থাকা সত্ত্বেও কিছু মানুষ যাতায়াত করছেন। এরই মধ্যে একজন মোটরবাইক আরোহী মোটরবাইক নিয়ে রেললাইন পারাপার করছিলেন। রেললাইন পারাপারের মুহূর্তেই ওই বাইক আরোহীর সামনে চলে আসে একটি দ্রুতগতির ট্রেন।

দ্রুতগতির ওই ট্রেনটি দেখেই ওই বাইক আরোহী রীতিমতো অথচকিত হয়ে পড়েন এবং আর নিজেকে সামলাতে পারেননি। বাইক ছেড়ে কোনক্রমে একটু সরে যান। তারপরেই ওই দ্রুতগতির ট্রেনটি তার বাইকটিকে দুমড়ে মুচড়ে দেয়। ওই বাইক চালক কোনক্রমে নিজেকে সামলে ট্রেন থেকে একটু দূরে সরিয়ে নেন। ট্রেন থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে না পারলে ওই ব্যক্তির মৃত্যু অবধারিত ছিল।