মুখের গড়ন থেকে হাসি, দেখতে অবিকল হলেও ইনি কিন্তু অরিজিৎ নন

নিজস্ব প্রতিবেদন : মুখের গরম থেকে হাসি এমন কি পোশাক আশাক সবদিক দিয়েই হুবহু অরিজিৎ সিং-এর (Arijit Singh) মতই। এমনকি গানের গলার ক্ষেত্রেও অরিজিৎকে নকল করার আপ্রাণ চেষ্টা। দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় এমনই এক ব্যক্তির খোঁজ মিলেছে আর যাকে নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রথম ঝলকে অনেকেই ওই ব্যক্তিকে অরিজিৎ সিং বলে ভুল করলেও তিনি কিন্তু অরিজিৎ সিং নন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে পরনে হালকা গোলাপি শার্ট, চোখে চশমা, মাতায় পাগড়ি পরে মেরে ঢোলনা গানে লিপ দিচ্ছেন। পোশাক আশাক থেকে মুখের গড়ন, এমনকি হাসি, চাহনি, দাঁত, চোখ, মুখের গঠনও যেন অনেকটাই এক। এসবের পরিপ্রেক্ষিতেই ওই ব্যক্তির ভিডিও দেখলেই এখন সোশ্যাল মিডিয়ার নাগরিকরা থমকে দাঁড়াচ্ছেন।

গত কয়েকদিন ধরে ওই ব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানোর সঙ্গে সঙ্গেই কে ওই ব্যক্তি তা নিয়ে শুরু হয়েছে খোঁজ। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অনেকে আবার ওই ব্যক্তির কণ্ঠস্বরকে অরিজিতের সঙ্গে তুলনা করেছেন। যদিও সেই তুলনা শুনে রেগে লাল অরিজিৎ ভক্তরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অরিজিতের ডুপ্লিকেট ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও তিনি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তা নিয়ে কোন সন্দেহ নেই। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি আপলোড করা হয়েছে তাতে Arijit Singh-এর নামের বানানে বদল এনে লেখা হয়েছে ‘Orijet Sengh’।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে এখন চর্চার শেষ নেই। কেউ কেউ এই ভিডিও দেখে লিখেছেন, ‘হে ঈশ্বর আমি তো চমকেই গিয়েছিলাম।’ আবার কেউ কেউ লিখেছেন, গরিবের অরিজিৎ। অন্যদিকে আবার অরিজিতের সঙ্গে তুলনা করায় অরিজিৎ ভক্তদের একাংশ বেজায় চটেছেন ওই ব্যক্তির উপর।