শর্মিষ্ঠা চ্যাটার্জী : বর্তমানে বিয়ে থেকে শুরু করে আমাদের প্রতিদিনকার জীবনের প্রায় সবকিছুই আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফেলি আর সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথিবীর সব প্রান্তের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই সব ভিডিও বা ঘটনা গুলি। তার মধ্যে কিছু শিক্ষণীয় বিষয়, আবার কিছু অনুপ্রেরণা যোগায় আবার কিছু ঘটনা অমানবিক ও হয়ে থাকে। সব মিলিয়ে ভিডিওর কমেন্ট বক্সে মতামত জানান দর্শকরা। এই লকডাউনে বেশ কিছু বিয়ের বাড়ির প্রথা ভাঙ্গা বা ছক ভাঙার গল্প সামনে এসেছে আমাদের।
এবার ফেসবুকের দৌলতে এমন একটি ভিডিও সামনে এসেছে যা দেখলে সত্যিই চোখে জল এসে গিয়েছে নেটিজেনদের। এই গল্প এক শাশুড়ি বৌমার মধ্যে কথোপকথন।একবাক্যে অত্যন্ত হৃদয়স্পর্শী এই ভিডিও। যেখানে দেখা গিয়েছে ছেলের নববিবাহিতা বউকে বাড়িতে তুলে নিয়ে এসে শাশুড়ির মনের ভেতরের সমস্ত কথা ব্যক্ত করে সব দায়িত্ব তুলে দিচ্ছেন নববধূর হাতে।
আমাদের সমাজে যেখানে শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে কতো রটনাই না রয়েছে! যেখানে বলা হয়ে থাকে অনেক সময় আবার, শাশুড়ি বৌমার সম্পর্ক নাকি কখনোই মধুর হতে পারেনা। তবে এই শাশুড়ি কিন্তু একেবারে আলাদা ধরনের। যিনি তাঁর বৌমা কে, বৌমা নন নিজের ছেলের মত দেখে সংসারের সব দায়ভার তুলে দিতে চেয়েছেন।
ভিডিওর প্রথম ভাগে দেখা যায়, বৌমার হাত ধরে আবেগতাড়িত হয়ে কিছু কথা বলে চলেছেন তিনি, তিনি চেয়েছেন এরপর থেকে সংসারের সমস্ত দায়ভার যেনো বউমা পালন করে। এমনকি তাঁকে এমনও বলতে শোনা গিয়েছে, এরপর থেকে তিনি বৌমার চাকর হয়ে থাকবেন , বৌমা যা হুকুম করবে তাই তিনি অক্ষরে অক্ষরে পালন করে চলবেন। তারপরেই বলতে শোনা যায় যে বাড়িতে আসা সমস্ত আত্মীয় স্বজনদের সাথে যেন বৌমা সবসময় হাসি মুখে থাকে। তিনি যে দায়িত্ব এতদিন পালন করে এসেছেন সেই দায়ভার সমস্ত বৌমার ওপর বর্তেছেন তিনি।
তারপরের ভাগে তিনি আরও বলেছেন বৌমাকে তিনি বৌমা নয় নিজের ছেলের মত দেখতে চান। ঝগড়া করে মুখভার করে থাকতেই নিষেধ করেছেন নতুন আসা বৌমাকে। ঝগড়া ঝাটি সংসারের হলেও যেন হাসি মুখে থাকে সবসময়। এই বলে তিনি নতুন বৌমাকে আশীর্বাদ করে নিয়েছে।
আর অন্যদিকে এত আবেগপ্রবণ কথা শোনার পর বৌমা ঝরঝর করে কেঁদে ফেলেছেন। ভিডিওর শেষ ভাগে শাশুড়ি মা বৌমাকে গলায় জড়িয়ে কাছে টেনে নিয়েছেন। আর সেই ভিডিও সহেলি নামের একটি পেজ থেকে ছাড়া হয়েছে, যা ইতিমধ্যে বহু লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সাথে সাথে নেটিজেনদের চোখ জলে ভিজেছে