নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে আর লটারিতে কোটি টাকা (Lottery 1st Prize) জেতার গল্প নতুন কিছু নয়। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় লটারিতে টাকা দিতে কোটিপতি হতে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষদের। তবে এই সকল মানুষদের মধ্যে কিছু মানুষ সংবাদের শিরোনামে উঠে আসেন, যাদের কাছে কোটি টাকা তো দূরের কথা, লাখ টাকাও স্বপ্নের। ঠিক সেই রকমই এক কোটিপতি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
লটারিতে ৩০ টাকার টিকিট কেটে মাত্র এক ঘন্টার মধ্যে কোটিপতি হয়েছেন বাঁকুড়ার এক রাজমিস্ত্রি। বাঁকুড়ার ওই রাজমিস্ত্রির খাতরার রাধামোহনপুর গ্রামের রাবণ বাউড়ি। তিনি দীর্ঘদিন ধরেই রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি তার টিকিট কাটার নেশা রয়েছে। তবে তিনি কখনো এইভাবে এক ঘন্টার মধ্যে কোটিপতি হবেন সেটা হয়তো কোনদিন ভাবতে পারেন নি। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয় রবিবার সন্ধ্যায়।
রাজমিস্ত্রি রাবণ বাউড়ি জানিয়েছেন, রবিবার রাজমিস্ত্রির কাজ সেরে বাড়ি ফেরার সময় তিনি খড়বন মোড়ে প্রতিদিনের মতো ৩০ টাকার লটারির টিকিট কেটেছিলেন। এর এক ঘন্টার মধ্যে রেজাল্ট বের হতেই দেখা যায় তার কাটা টিকিটে প্রথম পুরস্কার লেগেছে। প্রথম পুরস্কার হিসাবে তিনি জিতে নিয়েছেন এক কোটি টাকা। যার থেকে রাজমিস্ত্রি রাবণ বাউরী টিকিট কেটেছিলেন সেই টিকিট বিক্রেতা শিবু বাউরী জানিয়েছেন, এর আগে অনেকবার ছোটখাটো পুরস্কার লাগলেও কখনো এমন বড় পুরস্কার লাগেনি।
আরও পড়ুন ? Laddu Business: ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে লাড্ডু বিক্রি! এখন ব্যবসা ২ কোটির
অন্যদিকে এই বিপুল অংকের টাকা জেতার খবর জানতে পেরেই রাবণ বাউরী সময় নষ্ট না করে তড়িঘড়ি পৌঁছে যান থানায়। সেখানে গিয়ে তিনি পরবর্তী কি কি পদক্ষেপ তা সম্পর্কে পুলিশের সঙ্গে কথা বলেন এবং নিজের সুরক্ষার জন্য থানাতেই থেকে যান। কেননা মোটা অংকের টাকা লটারিতে জেতার পর নিরাপত্তার জন্য বাড়িতে থাকাটা তিনি মোটেই সুরক্ষিত বলে মনে করেননি।
অন্যদিকে বিপুল অংকের টাকা জেতার পর রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েন রাবণ বাউড়ি। তিনি এই বিপুল টাকা নিয়ে ঠিক কি করবেন তা জানাতে গিয়ে হতভম্ব হয়ে পড়েন। তবে তিনি এখন স্বপ্ন দেখছেন, মনের মতো একটি বাড়ি আর ছেলে মেয়ের পড়াশোনা। তার এখন লক্ষ্য এই দুটি বিষয় রয়েছে বলেই জানিয়েছেন। বাকি টাকা কি করবেন তা নিয়ে ভবিষ্যতে ভাববেন।