Birbhum News: পাকা চুল দেখে বুড়ো ভেবে টাকা হাতাতে এসে বোকা হলেন তিন যুবক

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মাথা ভরা পাকা চুল আর সেই পাকা চুল দেখে বুড়ো ভেবে টাকা হাতাতে এসে বোকা হলেন তিন যুবক। শুধু বোকা হওয়া নয়, পাশাপাশি তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও দুটি কার্তুজ ভুল করে ফেলে চলে যান। দুষ্কৃতিদের তাণ্ডবের এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum News) সিউড়ি থানার অন্তর্গত কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের জোড়া কালিতলা এলাকায়।

Advertisements

শনিবার রাতে সুশান্ত সেন নামে মধ্যবয়স্ক এক ব্যক্তি নিজের ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে রাত ১০ঃ৩৫ নাগাদ বাড়ি ফিরছিলেন। তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় পাড়ার ভিতরেই তিনজন যুবক (দুস্কৃতি) একটি স্কুটি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সুশান্ত বাবু যখন ওই তিন যুবকের দিকে ধীরে ধীরে এগিয়ে আসেন ঠিক সেই সময় একজন যুবক স্কুটি এগিয়ে নিয়ে যান এবং বাকি দুজন তার ওপর চড়াও হন।

Advertisements

ওই যুবকরা সুশান্ত বাবুর পকেটে হাত দিয়ে সেখান থেকে টাকা পয়সা হাতানোর চেষ্টা করে। সুশান্ত বাবু পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ওই দুই যুবকের হাত জাপটে ধরে এবং শুরু হয় ধস্তাধস্তি। ইতিমধ্যেই সুশান্তবাবুর চিৎকারে ওই এলাকার বেশ কিছু মানুষ যারা বাড়ি থেকে উঁকি দিতে শুরু করেন। ওই তিন যুবক সেই সময় পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে স্কুটি স্টার্ট করে পালিয়ে যায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেই দাবি করা হচ্ছে। আর সেই আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও দুটি কার্তুজ রাস্তায় ফেলেই তারা পালিয়ে যান।

Advertisements

আরও পড়ুন : Toto Viral Video: চালক ছাড়াই চলছে টোটো, আবার বেছে বেছে ধাক্কাও মারছে পথ চলতিদের

ওই তিন যুবকের এলাকা থেকে চম্পট দেওয়ার পর স্থানীয়রা ঘটনাস্থলে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই যুবকদের ফেলে যাওয়া ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সুশান্ত বাবু জানিয়েছেন, তাদের বাড়ির ছেলেমেয়েরা অনেক রাত পর্যন্ত বাইরে থাকেন কাজে। তারা প্রতিদিন সাড়ে ১০টা-১১টা নাগাদ বাড়ি ফেরেন। স্বাভাবিকভাবেই এমন ঘটনা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে সুশান্ত বাবু জানিয়েছেন, “পকেটে টাকা পয়সা ছিল। সেটা ওরা আগে থেকে টের পেয়েই পকেটে হাত দিতে যায়। তবে ওরা আমার পাকা চুল দেখে আমাকে যতটা বুড়ো ভেবেছিল আমি কিন্তু ততটা বয়স্ক নয়। এছাড়াও ওই তিনজন নেশাগ্রস্ত ছিল বলেই মনে হচ্ছিল। যে কারণে ধস্তাধস্তিতে আমার পকেট থেকে টাকা বের করতে চেষ্টা করলেও পেরে ওঠেনি। তবে ওই ব্যক্তিদের পালিয়ে যাওয়ার সময় তারা আমাকে ঠেলে দিলে আমি পড়ে যায়।”

Advertisements