বাকিবুরকে দিতেন কমিশন, এবার ইডির নজরে এক রেশন এমআর ডিলার অ্যাসোসিয়েশনের এক সদস্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তোড়জোড় দিয়ে রাখতেই একের পর এক রাঘববোয়াল জালে পড়তে শুরু করেছে। রাঘববোয়ালদের মধ্যে প্রথম জালে পড়েন বাকিবুর রহমান (Bakibur Rahaman), আর তারা পরই দেখা যায় জালে পড়ে যান খোদ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে সঙ্গে উঠে আসছে একের পর এক ব্যক্তিদের নাম, যারা এখন রয়েছেন ইডির স্ক্যানারে।

Advertisements

জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করার পর উত্তর ২৪ পরগনার চার ব্যক্তির নাম উঠে আসছে যারা মন্ত্রী ঘনিষ্ট ছিলেন। এদের মধ্যে কেউ ছাত্রনেতা থেকে এখন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছেন, আবার কেউ স্থানীয় পৌরসভার প্রভাবশালী কাউন্সিলর। মূলত বিভিন্ন সূত্র থেকে তাদের নাম উঠে আসছে এবং মনে করা হচ্ছে এই সকল ব্যক্তিদেরও ডেকে পাঠাতে পারে ইডি। এসবের মধ্যেই এবার উঠে এলো আরও এমন এক ব্যক্তির নাম যা অবিশ্বাস্য।

Advertisements

নতুন যে ব্যক্তির নাম উঠে আসছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ, তিনি মূলত বাকিবুর রহমানের সঙ্গে সম্পর্কিত। ইডি সূত্রে জানা গিয়েছে, বাকিবুর রহমান আটা থেকে ৫ টাকা করে কমিশন পেতেন। সেই কমিশন রেশন ডিলারদের থেকে আসতো তার কাছে। এই কমিশনের সঙ্গে প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোন সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Advertisements

রেশন দুর্নীতি মামলায় তদন্তে নেমে বাকিবুর রহমানকে গ্রেফতার করার পাশাপাশি তার বাড়ি থেকে যে সকল নথি উদ্ধার করা হয়েছে সেই সকল নথি খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। আর এই সকল নথি থেকেই উঠে আসছে এক এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যের নাম। যিনি এই মুহূর্তে বিশেষভাবে ইডির স্ক্যানারে রয়েছেন।

রেশন দুর্নীতির জাল খুলতে গিয়ে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন, চাল কল বা আটা কল থেকে সামগ্রিক কেনার পর তার ডিস্ট্রিবিউটারের হাত ধরে এম আর ডিলার বা রেশন দোকানে পৌঁছায়। এক্ষেত্রে প্রতি কিলো আটাতে ৫ টাকা করে কমিশন পেতেন বাকিবুর। এই কমিশনের ক্ষেত্রে এমআর ডিলার অ্যাসোসিয়েশনের এক সদস্যের বড় হাত রয়েছে বলেই জানা যাচ্ছে এবং তিনি যখন তখন ইডির জালে পড়তে পারেন বলেও সূত্রের খবর।

Advertisements