নিজস্ব প্রতিবেদন : একটি ঘূর্ণিঝড়ের সমাপ্তি হতে না হতেই আরও একটি ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। ইতিমধ্যেই গভীর একটি নিম্নচাপ লক্ষ্য করা গেছে। যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় হওয়া অফিস (IMD)। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর নাম হবে ‘বুরেভি’।
ঘূর্ণিঝড়ের নামের তালিকা হিসাবে ‘নিভার’ এর পরেই রয়েছে ‘বুরেভি’। নামকরণ করা হয়েছে মালদ্বীপের তরফ থেকে। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবার এই ঘূর্ণিঝড়টি প্রথমে শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়বে। আর তারপরেই কমোরিন এলাকা এবং ভারতের উপর প্রভাব ফেলতে শুরু করবে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এর প্রভাব লক্ষ্য করা যাবে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ভারতের দক্ষিণ তামিলনাড়ু এবং দক্ষিণ কেরালায় এর প্রভাব থাকবে যথেষ্ট পরিমাণে। ক্ষয়ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলার উপর পড়বে না।
Deep Depression over southwest and adjoining southeast Bay of Bengal (Cyclone Alert for South Tamilnadu and South Kerala coasts)lay centered at 0830 hrs IST of today over Lat. 7.8° N and Long. 85.7°E.Very likely to intensify further into a cyclonic storm during next 24 hours. pic.twitter.com/jGo3W88kGw
— India Meteorological Department (@Indiametdept) December 1, 2020
ইতিমধ্যেই চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গের আবহাওয়ার খামখেয়ালিপনা লক্ষ্য করা যাচ্ছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রী সেলসিয়াস। সোমবার তা বেড়ে দাঁড়ায় ১৭.২ ডিগ্রিতে। আর মঙ্গলবার ১৫.৪ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম। সুতরাং রাজ্যজুড়ে পারদের ওঠানামা অব্যাহত রয়েছে। অন্যদিকে রাজ্যের জেলাগুলিতে আজ থেকেই তাপমাত্রা আরও নামার পূর্বাভাস দেওয়া হয়েছে।