New road to Darjeeling: ১১ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন রাস্তা! সহজেই যাওয়া যাবে দার্জিলিং

Prosun Kanti Das

Published on:

Advertisements

A new road has been announced as the entrance to Darjeeling: বাঙালির প্রিয় ঘোরার জায়গাগুলোর মধ্যে দার্জিলিং কিন্তু বেশ জনপ্রিয় শৈলশহর। গত সোমবার ছিল ‘এভারেস্ট ডে’ আর সেখানেই এক অনুষ্ঠানে দার্জিলিংয়ের নতুন ঢোকার রাস্তার (New road to Darjeeling) কথা ঘোষণা করে জিটিএ। এই নতুন বিকল্প রাস্তাটি তৈরি করতে খরচ হবে প্রায় ১১ কোটি টাকা। দার্জিলিঙে অনুষ্ঠিত হওয়া সোমবারের অনুষ্ঠানে জিটিএ-র চিফ এগজ়িকিউটিভ অনীত থাপা জানিয়েছেন যে, রাস্তাটির দৈর্ঘ্য হল সাড়ে ১৩ কিলোমিটার এবং ওই রাস্তার কাজ খুব দ্রুত শুরু হবে। পর্যটকদের সুবিধার কথা চিন্তাভাবনা করেই এবং যানজট কমানোর জন্যই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

মাননীয়া মুখ্যমন্ত্রী নির্দেশে শৈলশহর দার্জিলিংকে নতুন রূপে সাজানোর উদ্যোগ নিয়েছে জিটিএ। সান্দাকফু এলাকাকে নতুনভাবে সাজানোর জন্য আলোচনা শুরু হয়েছে মুখ্যসচিব পর্যায়ে, সাথে শুরু হয়েছে এই পর্যটন কেন্দ্র নিয়ে নতুন ধরনের চিন্তাভাবনা। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সমতল থেকে পাহাড়ে যাওয়ার জন্য ৫৫ নাম্বার জাতীয় সড়কে রাস্তা ও রেললাইনকে একসাথে মিলিত করার চিন্তা ভাবনা চলছে। জনস্বার্থে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগটি সত্যি প্রশংসিত।

Advertisements

এছাড়া আরো একটি চিন্তাভাবনা করা হয়েছে সেটি হলো, ঘুম লাগোয়া তিন মাইল এলাকা থেকে লেবং দিয়ে দার্জিলিং এ ঢোকার নতুন রাস্তা (New road to Darjeeling) তৈরি করার কথাও ভাবা হয়েছে। শুধুমাত্র পর্যটকদের কথা চিন্তা ভাবনা করে এই নতুন রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও নতুন রাস্তা তৈরি হয়ে গেলে যানজট অনেকটাই এড়ানো যাবে। অধিবাসীদের জন্য এবং পর্যটকদের জন্য এই বিকল্প রাস্তাটি অত্যন্ত জরুরী।

Advertisements

দার্জিলিঙে যাবার জন্য শিলিগুড়ি থেকে রোহিণী রোড, পাঙ্খাবাড়ি রোড এবং ৫৫ নম্বর জাতীয় সড়ক ধরে তারপর যেতে হয়। এই তিনটি রাস্তায় কার্শিয়াং এর বিভিন্ন জায়গায় গিয়ে মিলিত হয় এবং সেখান থেকেই একটি জাতীয় সড়ক ধরে পৌঁছতে হয় দার্জিলিং। সম্প্রতি কার্শিয়াং এর রাস্তার অবস্থা খুবই সংকীর্ণ যার ফলে পর্যটকদের পক্ষে তা অসুবিধা সৃষ্টি করে। কার্শিয়াং, ঘুম বা বাতাসিয়া থেকে দার্জিলিঙে ঢোকার পথে যথেষ্ট যানজট সৃষ্টি হয়। লম্বা গাড়ির লাইনের জন্য এই যানজট সৃষ্টি হয় দার্জিলিংয়ের রোডে। এছাড়া, ১০ নম্বর জাতীয় সড়ক ধরে সেবক, তিস্তাবাজার হয়ে পৌঁছানো যায় কালিম্পং। এরপর কালিম্পং থেকে তিস্তা, জোরবাংলো হয়ে দার্জিলিং আসা যায়। কিন্তু বিকল্প নতুন রাস্তাটি (New road to Darjeeling) ঘুম লাগোয়ো তিন মাইল থেকে শুরু হচ্ছে।

জিটিএ আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয় যে, ঘুম থেকে মাত্র একটিই রাস্তা ছিল দার্জিলিং যাওয়ার জন্য। এখন তিন মাইল, লেবং হয়ে বিকল্প নতুন রাস্তা (New road to Darjeeling) তৈরি হবে। এছাড়াও যে দুটি রাস্তা ছিল এবং কালিম্পংমুখী জোরবাংলো হয়ে তিস্তাবাজারের দিকেও যে রাস্তাটি ছিল সেগুলি তেমনই থাকবে। যানজট একটা বড় সমস্যা এছাড়া বর্ষার মরশুম এ অনেক সময় ধ্বস নেমে রাস্তা বন্ধ হয়ে যায় এক্ষেত্রে একাধিক রাস্তা হলে সুবিধা অনেক। পর্যটন সংগঠনের কর্তা সম্রাট সান্যাল মন্তব্য করেছেন যে, বর্তমানে দার্জিলিং খুবই সংকীর্ণ। পুরনো দার্জিলিংকে সাজাতে গেলে নতুন দার্জিলিং এর মত চওড়া রাস্তা, পার্কিং ব্যবস্থা ইত্যাদি উন্নতির প্রয়োজন। জিটিএ-র নতুন বিকল্প রাস্তার পরিকল্পনা সব রকম সমস্যার সমাধান হতে পারে।

Advertisements