হঠাৎ গোল গোল করে ঘুরছে চন্দ্রযান-৩ এর প্রজ্ঞান! ইসরোর নতুন ভিডিও ঘিরে বাড়ছে জল্পনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) নিয়ে সফল উৎক্ষেপণ করে ইসরো (ISRO)। এরপর দেখতে দেখতে প্রায় ৪০ দিন কেটে যাওয়ার পর ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। সফলভাবে চাঁদে বিক্রমের অবতরণের পর সেখান থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান (Rover Pragyan) এবং তার কাজ শুরু করে দেয়।

Advertisements

প্রজ্ঞান ইতিমধ্যেই চাঁদের মাটিতে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়ানোর সঙ্গে সঙ্গে একাধিক বার তাকে বাধার মুখোমুখি হতে হয়েছে। তবে সেই সকল বাধা টপকে প্রজ্ঞান ইতিমধ্যেই খনিজ সম্পদ থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের খোঁজ দিয়েছে। আর সেই সকল তথ্য এবং ছবি ইত্যাদি ইসরো অনবরত নিজেদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করে চলেছে। এরই মধ্যে ইসরোর তরফ থেকে সম্প্রতি এমন একটি ভিডিও আপলোড করা হলো যা নিয়ে প্রতিনিয়ত বাড়ছে জল্পনা।

Advertisements

২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করার পর রোভার প্রজ্ঞান কিভাবে চাঁদের মাটিতে বিক্রম থেকে অবতরণ করল সেই ভিডিও ইসরো দেখিয়েছে। এছাড়াও ইসরো দেখিয়েছে, প্রজ্ঞানের ক্যামেরায় চাঁদের বিভিন্ন মুহূর্তের ছবি। বিক্রমের ক্যামেরাতেও ফুটে উঠেছে বিভিন্ন ছবি যেগুলি মানবজাতির কাছে বহু মূল্যবান। এসবের মধ্যেই বৃহস্পতিবার ইসরো নতুন যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে তাতে দেখা যাচ্ছে, গোল গোল করে চাঁদের মাটিতে ঘুরছে প্রজ্ঞান।

Advertisements

ইসরোর তরফ থেকে আপলোড করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, চাঁদের মাটিতে প্রথমে একটি জায়গায় ঘড়ির কাটার দিকে এক পাক ঘোরে প্রজ্ঞান। তারপর সে সামনের দিকে কিছু দূর এগিয়ে যায়। তারপর দাঁড়িয়ে যায় আর ফের এক পাক খায়। হঠাৎ এইভাবে গোল গোল ঘুরতে দেখে অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে শুরু করে কি এমন হলো প্রজ্ঞানের? এছাড়াও প্রশ্ন জাগছে নতুন কোন কিছু আবিষ্কারের জন্যই কি সে এইভাবে গোল গোল ঘুরছে?

এই বিষয়ে ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরুর অফিস থেকে প্রজ্ঞানকে ওইভাবে ঘোরানো হয়েছিল। এইভাবে ঘোরানোর মূল কারণ হলো নিরাপদ পথ খুঁজে বের করা। জানা গিয়েছে ২৯ আগস্ট প্রজ্ঞানকে এইভাবে ঘোরানো হয়েছিল। তবে বৃহস্পতিবার এই ভিডিও ইসরোর তরফ থেকে প্রকাশ করা হয়েছে।

Advertisements