১ টাকায় রকমারি তেলেভাজা, বৃদ্ধ ব্যবসায়ীর উপর হিংসে হয় অন্যদের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে সব জিনিসপত্রের দাম বেড়েছে। মাছ, মাংস, ডিম, এমনকি ভোজ্যতেল সহ শাকসবজি কোন কিছুর দাম নাগালের মধ্যে নেই। যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া সেই বাজারেও এক বিক্রেতা মাত্র ১ টাকায় বিক্রি করে থাকেন রকমারি তেলেভাজা। তার এই ১ টাকায় তেলেভাজা বিক্রি দেখে অন্যান্য ব্যবসায়ীরা তার উপর হিংসা করেন।

Advertisements

শুধু হিংসা করা নয়, পাশাপাশি ওই বৃদ্ধ তেলেভাজা বিক্রেতার অভিযোগ, তিনি মাত্র ১ টাকায় রকমারি তেলেভাজা বিক্রি করেন বলে ঢিল ছুঁড়ে, টমেটো ছুঁড়ে মারে। তবে কীভাবে মাত্র ১ টাকায় এই দুর্মূল্যের বাজারে ওই বিক্রেতা এমন নানান ধরনের তেলেভাজা বিক্রি করে থাকেন তাও প্রশ্নের। তবে সেই যাইহোক বর্তমানে ওই তেলেভাজা বিক্রেতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisements

বয়স্ক ওই তেলেভাজা বিক্রেতা মাত্র ১ টাকায় কি কি বিক্রি করে থাকেন? ওই বিক্রেতা মাত্র ১ টাকায় বিক্রি করে থাকেন কচুরি, আলুর চপ, ভেজিটেবিল চপ, বেগুনি, ফুলুরি ইত্যাদির মতো বিভিন্ন ধরনের আইটেম। তিনি এই ব্যবসা আজ থেকে চালাচ্ছেন এমনটা নয়। তিনি এই ব্যবসা চালাচ্ছেন ৩০ বছর ধরে। ৩০ বছর ধরে ওই বিক্রেতা একই দামে তেলেভাজা বিক্রি করছেন। বর্তমানে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও তার তেলেভাজার দাম বৃদ্ধি পায়নি।

Advertisements

এমন তেলেভাজার দোকান রয়েছে হাওড়ার সলোপের মোড়ে। ঐ বৃদ্ধার তেলেভাজার দোকানের নাম ষোলআনা চপের দোকান। তিনি মাত্র ১ টাকায় এই রকমারি তেলেভাজা বিক্রি করে থাকার কারণ হিসাবে জানিয়েছেন, তার বাবা বলতেন কম দামে ভালো জিনিস খাওয়াতে পারলে বিক্রি বাড়বে। সেই বাবার কথা শুনে আজও তিনি এ কিভাবে নিজের দোকান চালিয়ে যাচ্ছেন।

তবে এই কাজের ক্ষেত্রে তাকে বিভিন্ন সময় বাধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ করেছেন তিনি। নানান ভাবে অপদস্ত করার পাশাপাশি তার নামে বদনাম রটানোর চেষ্টাও করেন স্থানীয় অন্যান্যরা। অনেকে খারাপ তেল দিয়ে চপ ভাজা হয় ইত্যাদি নানান অপপ্রচার করেন তার দোকানের বিরুদ্ধে বলেও অভিযোগ তার।

Advertisements