ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড়! পূর্বাভাসে জানিয়ে দিল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছিল ঘূর্ণিঝড় মোকা। সেই ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে নয়া ঘূর্ণিঝড় (Cyclone) নিয়ে। আবার আশঙ্কা দ্বিগুণ হয়েছে মূলত জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনায়। হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে জোড়া ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আরব সাগর এবং বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড়ের জন্ম হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী জুন মাসের ৬ এবং ৭ তারিখ আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে আরব সাগরে তৈরি হওয়া সিস্টেম কোন দিকে বয়ে যাবে তা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।

আবার বঙ্গোপসাগরে আরও একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে বলে জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। বিশ্ব আবহাওয়া মডেল অনুযায়ী, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে উপকূল বরাবর ধেয়ে আসবে ঘূর্ণিঝড়। পরবর্তী যে ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে তার নামকরণ করেছে ভারত। পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে তেজ।

বঙ্গোপসাগরে যে সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে তা সম্পর্কে এখনো পর্যন্ত মৌসম ভবন অথবা আলিপুর হাওয়া অফিস কিছু জানায় নি। যে কারণে এখনই বোঝা সম্ভব নয় এর প্রভাব পশ্চিমবঙ্গ অথবা পার্শ্ববর্তী কোন রাজ্যের উপর এর কতটা প্রভাব পড়বে। এই বিষয়ে আগামী ৪ জুন অর্থাৎ রবিবার সম্ভাব্য ধারণা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে।

তবে এই সকল ঘূর্ণিঝড় সম্পর্কে ইউরোপীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া পরবর্তী ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী অনুমান করা হচ্ছে, ঝড়ের গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাতে নারাজ মৌসম ভবন।