বিয়ন্সের গান গেয়ে চমক দিলো টিয়া, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মার্কিন সঙ্গীত শিল্পী বিয়ন্সে নোলস ‘গ্র্যামির রানী’ হিসেবে পরিচিত। তার সৌন্দর্যের মত তার অসাধারণ ঈশ্বর প্রদত্ত কন্ঠ ও বিশ্বখ্যাত। অসাধারণ জনপ্রিয় এই গায়িকার বেশিরভাগ গানই খ্যাতির শীর্ষে জায়গা করে নেয়।

Advertisements

কিন্তু গানই তার একমাত্র পরিচয়ের ক্ষেত্র নয়। তিনি একাধারে গায়িকা, গীতিকার, নৃত্য-শিল্পী, অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক। তার এই সকল গুণের জন্য ৫২ তম গ্র্যামির অনুষ্ঠানে তিনি শ্রেষ্ঠত্বের ৬টি বিভাগ থেকে পুরস্কার অর্জন করেছিলেন।

Advertisements

‘ইফ আই ওয়্যার এ বয়’ গানটিও তার জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম। ২০০৮ সালে গাওয়া গান ‘ইফ আই ওয়্যার এ বয়’ পপ ও রকের মিশ্রণ। গায়িকার পরে অনেক শিল্পীই এই গান গেয়েছিলেন।

Advertisements

কিন্তু সম্প্রতি গায়িকার জনপ্রিয় এই গানটি গাইলেন একটি টিয়া পাখি। ব্রিটেনের লিনকনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে থাকে এই গায়িকা টিয়া। চিড়িয়াখানায় যাতায়াত করা দর্শকরা বহুকাল ধরেই এই টিয়ার গান শুনে শুনে অভ্যস্ত। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দর্শক এই প্রথম এই টিয়ার গান শুনতে পেলো। টিয়ার এই অসাধারণ প্রতিভা তাই সোশ্যাল মিডিয়ায় আপলোডের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে। আর চিড়িয়াখানার খাঁচার মধ্যে থেকেও সে হয়ে গেছে তারকা। খ্যাতির শীর্ষে পৌঁছে গেছে টিয়াটি। প্রসঙ্গত উল্লেখ্য টিয়াটির নাম চিকো।

এই চিকোর বয়স মোটে ৯ বছর। ‘ইফ আই ওয়্যার এ বয়’ গানের কলি গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারকা চিকো। চিকোর ভাইরাল হওয়া ভিডিওতে নেটিজেনদের কমেন্টের সংখ্যা রিয়েক্টের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রচুর মানুষ শেয়ার করেছেন চিকোর গানের ভিডিও। চিকোর এই তারকা খ্যাতি দেখার পর লিনকনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের মধ্যেও তার খ্যাতির বেড়েছে।

পার্ক কর্তৃপক্ষ তার জন্য রীতিমতো চিকোর নামেই আলাদা একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। আর এই অ্যাকাউন্টটি চিকোর চমকে দেওয়া সকল ভিডিওগুলি শেয়ার করা হয়েছে। দেখতে দেখতে চিকোর এই অ্যাকাউন্টেও ফলোয়ার্স সংখ্যা বাড়ছে।

Advertisements