শোয়ার জায়গা মেলেনি ট্রেনে, অভিনব কায়দা অবাক করলো সকলকে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সময়ে সময়ে কত কিনা ভাইরাল হতে লক্ষ্য করা যায়। ঠিক সেই রকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে ছবিতে এক ব্যক্তির কায়দা দেখে অবাক হয়েছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা।

Advertisements

ভারতের মতো জনবহুল দেশে প্রতিদিন গন পরিবহনের ক্ষেত্রে ট্রেনের উপর নির্ভরশীল কোটি কোটি মানুষ। প্রয়োজনীয় কাজ, ভ্রমণ অথবা অন্য কোন কারণে প্রতিদিন এই বিপুলসংখ্যক মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন। ট্রেনে এই বিপুল সংখ্যক মানুষ যাতায়াতের কারণে বহু সময় টিকিট পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। সেই রকমই এক যাত্রীর সমস্যায় পড়া এবং তার সমাধান খুঁজে বের করার ছবি ভাইরাল হয়েছে।

Advertisements

ভাইরাল হওয়া ওই ছবিতে লক্ষ্য করা গিয়েছে, ট্রেনের ওই যাত্রী বসার জায়গা পেলেও শোবার জায়গা পান নি। যে কারণে তিনি শুতে পারেননি। তবে নিদ্রা তো আর তাকে ছেড়ে কথা বলবে না। এরই পরিপ্রেক্ষিতে ওই বুদ্ধি খাটিয়ে অভিনব উপায় বের করেছেন। তার নিনজা টেকনিক হিসাবে তিনি একটি গামছা জাতীয় কাপড়ের একপ্রান্ত নিজের মাথার সঙ্গে ভালোভাবে বেঁধেছেন এবং কাপড়ের অপরপ্রান্ত বেঁধেছেন ট্রেনের উপরে সিটে।

Advertisements

এর ফলে ওই যাত্রী বেশ নিশ্চিন্তেই শোয়ার সিট না পেয়েও বসে বসে ঘুমাতে ঘুমাতে গন্তব্যের দিকে ছুটছেন। ওই যাত্রীর এমন নিনজা টেকনিক দেখে পাশে থাকা অন্যান্য যাত্রীদের তো হেসে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা। তবে তার এই নিনজা টেকনিক দেখে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন ট্রেনের অন্যান্য যাত্রীরা ছাড়াও সোশ্যাল মিডিয়ার দর্শকরা।

ওই যাত্রীর এমন নিনজা টেকনিক অন্যদের কাছে হাসির হলেও এই টেকনিকের তারিফ করতেই হবে। পাশাপাশি তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, সমস্যা থাকলে সমাধান সম্ভব। পাশাপাশি তিনি এইরকম ভাবে ঘুমাতে অভ্যস্ত তা নিয়েও কোনো রকম সন্দেহ নেই। কারণ ছবিতে যেভাবে তাকে ঘুমাতে দেখা গিয়েছে তা সত্যিই অবাক করা।

Advertisements