বিয়ে বাড়িতে কফি মেশিন বার্স্ট করে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কফি মেশিন বার্স্ট করে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, এমন দুর্ঘটনা আগে কোথাও দেখা তো দূরের কথা, কেউ কখনো শোনেনই নি। তবে এমন দুর্ঘটনাতেই প্রাণ হারালেন এক ব্যক্তি এবং আহত আরও বেশ কয়েকজন।

Advertisements

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত লম্বোদরপুর গ্রামে। যেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে হই-হুল্লোড়ের পাশাপাশি নিমন্ত্রিতরা কফির সঙ্গে বিভিন্ন স্নাক্স খেতে মত্ত ছিলেন। সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে এবং মৃত্যু হয় মাঝ বয়সী এক ব্যক্তির।

Advertisements

এই দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম স্বপন দাস। তার বয়স ৪৫ বছর। তিনি তার বন্ধুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। কফি মেশিন বার্স্ট হওয়ার সময় তার টুকরোর জোরালু আঘাত করে ওই ব্যক্তির ফুসফুসে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয় নি। এমন ঘটনার সাক্ষীরা তো বটেই, যারাই শুনেছেন স্তম্ভিত হয়েছেন।

Advertisements

দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই বিয়ের আনন্দঘন পরিবেশে নিমেষে নেমে এসেছে বিষাদের সূর। শুধু তাই নয়, ঘটনায় জখম হয়েছেন আরও দুজন।

প্রত্যক্ষদর্শী মানবেন্দ্র মুখোপাধ্যায় জানিয়েছেন, “এমন ঘটনা দেখা তো দূর জীবনে কোনোদিন শুনিনিই। অত্যন্ত গরিব একজন মানুষের এমন মৃত্যুতে খুব খারাপ লাগছে। সিউড়ি আদালত চত্বরে সামান্য একটি চায়ের দোকান ছিল স্বপনের। ঘরে ছোট একটি মেয়ে রয়েছে। স্ত্রী মানসিক ভারসাম্যহীন।”

Advertisements