চলন্ত ট্রেন থেকে যুবককে ছুঁড়ে ফেলার ভিডিও ভাইরাল, মিলল আক্রান্তের খোঁজ

নিজস্ব প্রতিবেদন : শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। জানা যায় সেই ভিডিওটি ছিল হাওড়া থেকে মালদাগামী হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ট্রেনের মধ্যে দুই যাত্রীর বচসা বাঁধে। বেশ কিছুক্ষণ ধরে সেই বছর চলার পর একজন যাত্রী আর এক যাত্রীকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেন এবং প্রণাম করে সিটে বসে যান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি ওই ট্রেনেরই আরেক যাত্রী ক্যামেরাবন্দী করেছিলেন এবং তিনি পরে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল তৈরি হয়। প্রত্যেকের মধ্যেই কৌতুহল বাঁধে কে ওই যাত্রী এবং যাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হলো তিনি বা কে এবং তিনি বর্তমানে কেমন রয়েছেন?

তারাপীঠ এবং রামপুরহাটের মাঝে স্বাধীনপুর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনার পর রেল পুলিশ অভিযুক্ত ব্যক্তির খোঁজ চালাচ্ছে। তবে রেল পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে যুবককে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল তার নাম সজল শেখ। তাকে রক্তাক্ত অবস্থায় রেললাইন থেকে উদ্ধার করা হয় এবং তারপর রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার বাড়ি রামপুরহাট থানার সুঁদিপুরে।

ভাইরাল হওয়া ঐ ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেনের মধ্যে ওই দুই যাত্রীর বচসা বাঁধলে একযাত্রী তর্ক বিতর্ক করার পর নিজের সিটে বসে যায়। সেই সময় আক্রান্ত যুবক পুনরায় তাকে উত্যক্ত করতে শুরু করেন। সেই সময় সিটে বসে থাকা ব্যক্তি প্রচন্ড উত্ত্যক্ত হয়ে উঠলে ফের বচসা তৈরি হয় এবং হাতাহাতির আকার নেই। তখনই ওই ব্যক্তি সজলকে ধাক্কা দেন এবং সজল ট্রেন থেকেছিটকে রেললাইনে পড়ে যায়।

রেল পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অভিযুক্ত ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে। তবে এই ঘটনার ভিডিও যারা দেখেছেন তারা জানেন ঘটনাটি কতটা আঁতকে দেওয়ার মতো।