পিরামিডের সামনে আপত্তিকর ফটোগ্রাফ করে গ্রেফতার ফটোগ্রাফার

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান অত্যাধুনিক যুগে সব কিছুতেই লেগেছে আধুনিকতার ছোঁয়া। আর এই আধুনিক সভ্যতায় ফটোশুট যেন সব ক্ষেত্রেই আলাদা মাত্রা এনে দিচ্ছে। যে কারণে দেখা যায় প্রি-ওয়েডিং ফটোশুট, বেবি বাম্প ফটোশুট ইত্যাদি। আর এইসব ফটোশুট বহু ক্ষেত্রেই বিতর্কের সৃষ্টি করে নেট দুনিয়ায়। আর এমনই এক ঘটনায় এবার শাস্তির মুখে এক ফটোগ্রাফার ও এক স্বল্পবসনার মডেল। সম্প্রতি তাদের ফটোশুটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই তারা শাস্তির কোপে পড়েন।

Advertisements

মিশরীয় পিরামিডের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য স্বল্পবসনার মডেল সলমা আল শিমিকে ইজিপ্টের পিরামিডের সামনে দাঁড় করিয়ে আপত্তিকর ছবি তুলেছিলেন ওই ফটোগ্রাফার। নভেম্বর মাসের শেষের দিকে তোলা সেই ছবি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেন সলমা আল শিমি। পিরামিডের সামনে পোজ দিয়ে তোলা ছবিগুলি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যার পর এই বিষয়টি নজরে আসে ইজিপ্ট প্রশাসনের। প্রশাসনের তরফ থেকে পিরামিডের সম্মানহানির জন্য মডেল ফটোগ্রাফারকে গ্রেপ্তার করা হয়।

Advertisements

Advertisements

অন্যদিকে এই ঘটনার বিষয়ে সোশ্যাল নাগরিকদের অনেকেই দাবি করেছেন, ওই ফটোগ্রাফার ছাড়াও মডেল সলমা আল শিমিকেও নাকি গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্য সূত্রে জানা গিয়েছে, ওই মডেল এখনো গ্রেপ্তার হননি। তবে খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানা যাচ্ছে।

তবে এই ইজিপ্ট পিরামিডের সামনে আপত্তিকর ছবি তোলার জন্য গ্রেফতার হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, করোনা সংক্রমণের কারণে বর্তমানে পর্যটকের সংখ্যা নিতান্তই কম। আর এই পর্যটকদের সংখ্যা না থাকা এবং ফাঁকা জায়গার সুযোগকে কাজে লাগিয়ে এমন আপত্তিকর ফটোশুট করেছিলেন ওই মডেল এবং ওই ফটোগ্রাফার।

Advertisements