কৃষ্ণনামে বুঁদ এ আর রহমান! ভিডিও ভাইরাল হতে অতীত ‘লৌহ কপাট’ বিতর্ক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী হলেন এ আর রহমান (A R Rahman)। অস্কারজয়ী এই তারকার সুরে গোটা বিশ্ব এখন বুঁদ হয়ে থাকেন। তবে এবার এমন একজন তারকাকেই দেখা গেল শ্রীকৃষ্ণের কৃষ্ণনামে বুঁদ হয়ে থাকতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই কোথাও যেন অতীত হয়ে দাঁড়ালো ‘লৌহ কপাট’ বিতর্ক।

Advertisements

সবসময় বিতর্ক থেকে দূরে থাকা অস্কারজয়ী এ আর রহমানের মতো সংগীত শিল্পীও সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। তিনি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন মূলত পিপ্পা সিনেমার একটি গানের কারণে। এই সিনেমার ‘কারার ওই লৌহ কপাট’ গানটি রিলিজ হতেই বিতর্ক দানা বাঁধে। কাজী নজরুল ইসলামের এই গানটিকে নতুনভাবে সাজানো হয়েছে সিনেমায়। যেখানে সুর দিয়েছেন এ আর রহমান এবং এই গানটি গেয়েছেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযুষ দাস, শালিনী মুখোপাধ্যায়ের মত বহু বাঙালি গায়করা। তবে চিরাচরিত এবং কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গানটিকে এইভাবে শুনে পছন্দ হয়নি বাঙ্গালীদের। এরপরই দানা বাঁধতে শুরু করে বিতর্ক।

Advertisements

কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট গানটিকে আলাদাভাবে তুলে ধরার জন্য তিনি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠতেই এ আর রহমানকে নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করে। এমনকি কাজী নজরুল ইসলামের উত্তরসূরিদের তরফ থেকেও গানটি এইভাবে প্রত্যাশিত ছিল না বলেও দাবি করা হয়। অবশেষে বিতর্ক যখন বড় আকার নেই সেই সময় সিনেমার পরিচালকমন্ডলীর তরফ থেকে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করা হয়।

Advertisements

এআর রহমনের উপর হিরো আলমের বড় বদলা! পিণ্ডি চটকে দিলেন জয় হো গানের

অন্যদিকে যখন এ আর রহমান ওই গানটিকে নিয়ে আচমকা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন সেই সময় দুবাইয়ের বাড়িতে তাকে দেখা গেল কৃষ্ণনামে বুঁদ হতে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির বৈঠকখানায় দেশ-বিদেশের বহু সংগীত শিল্পী বসে রয়েছেন বাদ্যযন্ত্র হাতে। তাদের সকলের গলাতেই শুধু একটি গান আর সেটি হল ‘হরে কৃষ্ণ, হরে নাম’। ওই ভিডিওতে দেখা গিয়েছে, কেউ কৃষ্ণনাম করছেন আবার কেউ হারমোনিয়াম, কেউ আবার ঢোল, কেউ আবার বেহালা, মন্দিরা, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্র বাজাচ্ছেন।

দেশ-বিদেশের বিভিন্ন শিল্পীদের নিয়ে বসা এই আড্ডাখানার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতে দেখা যায় এ আর রহমানকে। রহমান নিজেও এই কৃষ্ণনামে বুঁদ হয়ে পড়েছিলেন। জানা গিয়েছে, এই কৃষ্ণ নামের আড্ডা বসে ছিল এ আর রহমানের দুবাইয়ের বাড়ির বৈঠকখানায়। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই মুগ্ধ হয়ে ওঠেন নেট নাগরিকরা।

Advertisements