Advertisements

অজয় নদের চরে মিলল রহস্যময় শিলা! ধন্দে সাধারণ মানুষ

Laltu Mukherjee

Updated on:

লাল্টু : অজয় নদীর চরে ঘুরতে গিয়ে মিলল রহস্যময় শিলা। যে শিলাকে ঘিরে সাধারণ মানুষদের মধ্যে ধন্দ এটি কোন মূর্তি নাকি অন্য কিছু। এমন প্রাচীন শিলা উদ্ধারের পর মনে করা হচ্ছে এটি কোন প্রাচীন মূর্তিই হবে। যদিও এই মূর্তি কার তা এখনো স্পষ্ট নয়। পরীক্ষা-নিরীক্ষার পর হয়তো সুস্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে এই মূর্তির উৎস বা অন্য কোন তথ্যের বিষয়ে।

Advertisements

প্রাচীন এমন শিলা মূর্তি উদ্ধারের ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের অজয় নদের চর থেকে। ওই গ্রামের অনেকেই রয়েছেন যারা অজয় নদের চরে ঘুরতে যান। ঠিক সেই রকমই দুজন যুবক অজয় নদের চরে ঘুরতে গিয়ে বালির মধ্যে কিছু উঁকি মারছে এমনটা দেখতে পান। তারপর তারা কাছে গিয়ে সেই বস্তুকে উদ্ধার করলে দেখা যায় সেটি একটি প্রাচীন শীলা মূর্তি। নদীর চর থেকে ওই মূর্তি উদ্ধার করার পর তারা সেটি গ্রামে নিয়ে আসেন।

Advertisements

ঠিক কি কি রয়েছে ওই উদ্ধার হওয়া শিলা মূর্তিতে? উদ্ধার হওয়া ওই শিলাতে দেখা যাচ্ছে, উপরের দিকে রয়েছে সিংহের মত কোন প্রাণীর মূর্তি। আর তার ঠিক নিচেই রয়েছে একজন মানুষের মতো মূর্তি, যাকে দেখে মনে হচ্ছে, তিনি যেন রণাঙ্গনে রয়েছেন। শিলা মূর্তির গায়ে অনেক কিছু লেখা রয়েছে তা স্পষ্ট। যদিও ঠিক কোন ভাষায় তা লেখা রয়েছে অথবা কি লেখা রয়েছে তা স্পষ্ট নয়।

Advertisements

গ্রামের যুবকদের তরফ থেকে এমন একটি শিলা অজয় নদের চর থেকে উদ্ধার করার পর সেটির বিষয়ে স্থানীয় বিডিও অফিসে জানানো হয়। অন্যদিকে এই শিলা মুর্তিটি কি কোন দেব দেবীর মূর্তি নাকি অন্য কিছু তা নিয়ে কৌতূহলের শেষ নেই। যদিও গ্রামের বাসিন্দাদের একাংশ মনে করছেন, এটি আসলে বিজয় স্তম্ভ। এই ধরনের শিলা এর আগেও এই এলাকায় পাওয়া গিয়েছে বলেও জানা যাচ্ছে স্থানীয়দের তরফ থেকে।

তবে এই ধরনের শিলা মূর্তি উদ্ধারের ঘটনা বীরভূমে প্রথম নয়। এর আগেও বিভিন্ন জায়গা থেকে এমন শিলা মূর্তি উদ্ধার হয়েছে। এদিনের এই শিলা মূর্তি উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানানো হয়েছে, তারা প্রায়সই অজয় নদের চর এলাকায় ঘুরতে যান আর ঘুরতে গিয়েই এমন একটি মূর্তি পাওয়া গিয়েছে। এখন এই বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

Advertisements